আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। তারপরই সেই চিরাচরিত বাঙাল-ঘটি, ইলিশ-চিংড়ির লড়াই। আইএসএলের প্রথম ডার্বি। তবে বড় ম্যাচের আগে ময়দানের ফুটন্ত চেহারা নেই বললেই চলে। সমর্থকদের মধ্যে উৎসাহের খামতি না থাকলেও, সচরাচর ডার্বির আগে যে চিত্র চোখে পড়ে সেটা উধাও। তার প্রথম কারণ, এখনও উৎসবের আমেজ থেকে পুরোপুরি বেরতে পারেনি বাঙালি। দ্বিতীয়ত, ডার্বির টিকিটের দাম। যা মধ্যবিত্তদের জন্য কিছুটা হলেও বেশি। যার ফলে ইচ্ছে থাকলেও এত টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখার সামর্থ্য অনেকেরই নেই। তাই বড় ম্যাচের আগের দিন চেনা ছবি ধরা পড়েনি। তবে ইস্ট-মোহন কর্তারা মনে করছেন, মাঠ ভরে যাবে। ডুরান্ড কাপের ডার্বি দেখার থেকে বঞ্চিত হয়েছে শহরের ফুটবলপ্রেমীরা। কলকাতা লিগে জুনিয়রদের ডার্বি ঘিরে উৎসাহ ছিল না। নজিরবিহীনভাবে প্রায় ফাঁকা স্টেডিয়ামেই হয় ঘরোয়া লিগের বড় ম্যাচ। তাই কার্যত মরশুমের প্রথম বড় ম্যাচেকে কেন্দ্র করে উম্মাদনা অনেক বেশি থাকা উচিত ছিল। তবে এই বিষয়ে ভ্রুক্ষেপ নেই দু'দলেরই। একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ে ঘুঁটি সাজিয়ে ফেলেছেন দুই কোচ। 

ডার্বিতে কোনও পরিসংখ্যান চলে না। চলে না কোনও ভবিষ্যদ্বাণীও। বড় ম্যাচ নতুন তারকার জন্ম দেয়। কিন্তু খাতায় কলমে এগিয়ে মোহনবাগান। পরিস্থিতি এবং পরিসংখ্যানের বিচারে। অনেক গোছানো দল। মিনি ডার্বি জিতে ছন্দে ফিরেছে। বিদেশিরাও ভাল ফর্মে। আইএসএলের পরিসংখ্যানেও এগিয়ে। ডার্বিতে এখনও পর্যন্ত মাত্র একটা ম্যাচ ড্র হয়েছে, বাকি সবকটা জিতেছে মোহনবাগান। দলে কোনও চোট-আঘাত নেই। ফলে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে সবুজ মেরুন শিবির। অন্যদিকে পারফরম্যান্সের বিচারে ইস্টবেঙ্গল আন্ডারডগ। আইএসএলে হারের হ্যাটট্রিকের পর দায়িত্ব ছাড়েন কার্লেস কুয়াদ্রাত। অন্তর্বতী কোচের দায়িত্ব সামলাচ্ছেন বিনো জর্জ।‌ ডার্বির ভোরে শহরে এসে পৌঁছেছেন নতুন হেড কোচ অস্কার ব্রুজো। জানা গিয়েছে, বেঞ্চে থাকবেন তিনি। তবে কলকাতায় আসার আগে বিনোর সঙ্গে ফোনে আলোচনা হয়েছে অস্কারের। সেই অনুযায়ী দল সাজাচ্ছেন। তাই নতুন শুরুর স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল। ডার্বিতে বাড়তি নজর থাকবে আনোয়ার আলির ওপর। এটাই ম্যাচের অন্যতম আকর্ষণ। গতবছর সবুজ মেরুনের রক্ষণ সামলেছেন। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। তারকা বিদেশিদের খেলার স্টাইল জানেন। সঙ্গে পাচ্ছেন বাগানের পুরোনো পার্টনার হেক্টর ইউস্তেকে‌। এই জুটির কাঁধেই থাকবে পুরোনো সতীর্থদের রোখার দায়ভার। কাঁটা দিয়েই কি কাঁটা তুলতে পারবেন অস্কার-বিনো জুটি?