আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার একটি ক্রিকেট মাঠে খেলা চলাকালীন বোমা বিস্ফোরণ হয়। তার জেরে অন্তত ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। খাইবার পাখতুনখাওয়ার বাজৌর জেলার কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, আইইডি-র মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত হন বেশ কয়েকজন। আহতের তালিকায় রয়েছে শিশুও।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে কাউসার ক্রিকেট গ্রাউন্ডে বিস্ফোরণের পরে আকাশ ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। প্রাণ বাঁচানোর জন্য দৌড়চ্ছেন মানুষজন। যারা ক্রিকেট মাঠে হামলা চালিয়েছেন, তাদের লক্ষ্য ছিল থানাও। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে এগিয়ে আসছে এশিয়া কাপ। মহিলা বিশ্বকাপও কড়া নাড়ছে দরজায়। পাকিস্তানকে নিয়ে নানা খবর।
মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান ক্রিকেট দল। ৩০ সেপ্টেম্বর অসমের গুয়াহাটিতে মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ সূত্রে জানা গেছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান দল।
উদ্বোধনী ম্যাচে অংশ নেবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। তার আগেই হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল। কিন্তু জিও সুপার সূত্রে জানা গেছে, পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা কিংবা দলের আর কোনও ক্রিকেটার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন না। পাক দলের কেউ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারত যাচ্ছে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনের জেরে ভারতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পাকিস্তান দল। পহেলগাঁও হামলা ও অপারেশন ‘সিঁদুর’ এর পর ভারত–পাকিস্তান সম্পর্ক এখন এমন তলানিতে পৌঁছেছে যে, অদূর ভবিষ্যতে দু’দেশ একে অপরের মাটিতে কোনও আইসিসি টুর্নামেন্ট খেলবে না। এ বছরের শুরুতে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিলেও রোহিতরা কিন্তু সে দেশে খেলতে যাননি। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে টিম ইন্ডিয়ার গ্রুপ স্তরের সমস্ত ম্যাচ ও নক আউট, এমনকি ফাইনালও অনুষ্ঠিত হয়। এবারও সেই নীতি প্রভাব ফেলছে। ফলত, পাকিস্তান দলের সব ম্যাচই বসবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। পাকিস্তান দল যদি সেমিফাইনালে (২৯ অক্টোবর) বা ফাইনালে (২ নভেম্বর) পৌঁছয়, তা–ও সেখানেই আয়োজন করা হবে।
প্রসঙ্গত, পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে। ৫ অক্টোবর হবে ভারত–পাক ম্যাচ। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে চর্চা অব্যাহত। প্রাক্তনদের মধ্যে অনেকেই মনে করছেন, এই ম্যাচ বয়কট করা উচিত ভারতের। এবার এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। জানান, মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে কেন্দ্রীয় সরকার তাঁদের কোনও দেশের বিরুদ্ধে না খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেনি। পাহেলগাঁও জঙ্গিহানার পর একাধিক প্রাক্তন ক্রিকেটার জানান, ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয়। এই তালিকায় ছিলেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহবাগরা। লেজেন্ডস ক্রিকেট লিগে গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল বয়কট করে ভারতের কিংবদন্তিদের দল। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের পক্ষে হরভজন সিং, মনোজ তিওয়ারিরা। কিন্তু বোর্ড সচিব জানিয়ে দেন, ম্যাচ হবে।
