আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পেলেন স্টিভ স্মিথ। ফলে এই ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। যদিও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে। তাই সমস্যা হওয়ার কথা নয়। তবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি খেলতে পারবেন না। স্মিথের আঙুলের হাড় সরে গিয়েছে। অস্ত্রোপচারের সম্ভাবনা। 


শুক্রবার ম্যাচের দ্বিতীয় সেশনে ঘটনাটি ঘটে। তখন সবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ব্যাট করতে নেমেছেন। হেলমেট পরে প্রথম স্লিপে ফিল্ডিং করছিলেন স্মিথ। মিচেল স্টার্কের একটি বলে স্মিথের দিকে ক্যাচ উড়ে আসে। অস্ট্রেলিয়ার ক্রিকেটার সেটি ধরতে পারেননি। উঠে দাঁড়িয়ে আঙুল চেপে ধরেন। চিকিৎসককে মাঠে আসতে অনুরোধ করেন। দেখা যাচ্ছিল, তাঁর ডান হাতের কড়ে আঙুল বেঁকে গিয়েছে। যন্ত্রণায় কাতরাতে থাকেন স্মিথ। 


চিকিৎসকরদের পরামর্শে মাঠ থেকে বেরিয়ে যান স্মিথ। আর ফিল্ডিং করেননি। পরিবর্ত হিসাবে নামেন স্যাম কনস্টাস। মাঠ থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্মিথকে। সেখানেই বোঝা যায় চোট গুরুতর। ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে জানায়, ডান হাতের কড়ে আঙুলে চোট পেয়েছেন স্মিথ। তাঁকে এক্স–রে এবং বাকি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


প্রসঙ্গত, আগামী ২৫ জুন থেকে অস্ট্রেলিয়ার টেস্ট শুরু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর স্মিথের পুরো সুস্থ হতে লাগবে প্রায় দুই মাস। ফলে ক্যারিবিয়ান সিরিজ খেলা হবে না স্মিথের।