আজকাল ওয়েবডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মেঘালয়কে ৬ উইকেটে হারাল বাংলা। ৪৯ বল বাকি থাকতে বাংলার এই জয় প্রমাণ করে কতটা দাপট নিয়ে খেলেছেন অভিষেক পোড়েলরা।
প্রথমে ব্যাট করে মেঘালয় করেছিল ৬ উইকেটে ১২৭ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলা ১১.৫ ওভারে ৪ উইকেটে ১২৮ রান করে ম্যাচ জিতে নেয়। ম্যাচের সেরা বাংলার অভিষেক পোড়েল। ৩১ বলে অভিষেকের অপরাজিত ৬১ রানের সৌজন্যে বাংলা আরও দ্রুত জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সবার নজর ছিল মহম্মদ সামির দিকে। চার ওভার হাত ঘুরিয়ে বঙ্গ পেসার অবশ্য একটি উইকেটও পাননি। বাংলার বোলারদের মধ্যে সায়ন ঘোষ ২টি এবং প্রয়াস রায় বর্মণ ২টি উইকেট নেন। ঋত্বিক চট্টোপাধ্যায় একটি উইকেট নেন।
মেঘালয় ব্যাটারদের মধ্যে আরিয়েন সাংমা (৩৭) ও ল্যারি সাংমা উল্লেখযোগ্য রান করেন। করণ লাল ব্যক্তিগত ৪২ রানে আউট হন। তার পরে দ্রুত ফিরে যান শাকির গান্ধী, রণজ্যোৎ সিং এবং সুদীপ কুমার ঘরামি। খাতা না খুলেই ফিরে যান এই তিন ব্যাটার। ঋত্বিক চট্টাপাধ্যায় ২৫ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে অভিষেক পোড়েল ৬১ রানে অপরাজিত থেকে বাংলাকে জয় এনে দেন। অভিষেকের ৬১ রানের ইনিংসে সাজানো ছিল ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি।
