আজকাল ওয়েবডেস্ক: কেবল ড্র করলেই সন্তোষ ট্রফির মূলপর্বে পৌঁছে যেত বাংলা।গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিহারের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলা। ফলে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে পৌঁছে গেল বাংলা।
সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলা। দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশকে ৭-০ গোলে মাটি ধরায় বাংলা। এদিন বিহারের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে নেমেছিল সঞ্জয় সেনের দল। কিন্তু নির্ধারিত সময়ে গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। নষ্ট করে পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ। ফলে ম্যাচ ড্র করে বাংলা মূলপর্বের ছাড়পত্র জোগাড় করল।
মূলপর্বেই আসল পরীক্ষায় বসতে হবে বাংলাকে। পরবর্তী রাউন্ডে আরও শক্তিশালী দল বাংলার জন্য অপেক্ষা করে রয়েছে। ফলে সঞ্জয় সেনের কাজটা আরও কঠিন হবে মূলপর্বে। বেশ কয়েকবছর বাংলায় সন্তোষ আসে না। সঞ্জয় সেন অতীতে মোহনবাগানকে আই লিগ এনে দিয়েছেন। এবার তাঁর হাত ধরেই বাংলা ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন অনেকে।
