আজকাল ওয়েবডেস্ক: সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) দুদ্দাড়িয়ে শুরু করেছে বাংলা। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডকে চার-চারটি গোলে উড়িয়ে দিয়েছিলেন সঞ্জয় সেনের ছেলেরা। দ্বিতীয় ম্যাচেও গোলের বন্যা। বাংলা সাত-সাতটি গোলে বিধ্বস্ত করল উত্তর প্রদেশকে।
সোমবার বঙ্গ ব্রিগেড ৭-০ গোলে জিতল উত্তর প্রদেশের বিরুদ্ধে। রবি হাঁসদা ও মনোতোষ মাঝি-- দু'জনেই হ্যাটট্রিক করেন। রবি হাঁসদার নামের পাশে চারটি গোল। মনোতোষ মাঝি দেন তিনটি গোল।
সন্তোষ ট্রফির প্রথম ম্যাচ থেকেই গোল করছেন রবি হাঁসদা। ঝাড়খণ্ডের বিরুদ্ধে দুটি গোল করেছিলেন। এদিন চারটি গোল করায় দু' ম্যাচে ৬টি গোল হয়ে গেল রবির। রবির তেজে বাংলায় সন্তোষ। যদিও এটা সবে শুরু। চারটি দল নিয়ে হচ্ছে এবারের সন্তোষ ট্রফির প্রাথমিক পর্ব।
মূলপর্বের ছাড়পত্র পাওয়া না পাওয়া নির্ভর করে রয়েছে তিনটি ম্যাচের ফলাফলের উপরেই। তবে প্রথম দুটো ম্যাচের পরে বাংলার পরিস্থিতি যা তাতে মূলপর্বের ছাড়পত্র পেয়েই গেল, তা বললেও অত্যুক্তি করা হবে না। গ্রুপ সি-তে বাংলার সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ ও বিহার। বাংলার ম্যাচ বাকি রয়েছে বিহারের সঙ্গে।
