আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টা। রাত পোহালেই বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় সংস্করণের ঢাকে কাঠি পড়ে যাবে। বুধবার ইডেনে শুরু টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সুনিধি চৌহান। বুধ সন্ধেয় নিজের জমকালো পারফরম্যান্সে ইডেন মাতাবেন বলিউডের গায়িকা। একের পর এক হিট গান উপহার দেবেন কলকাতার ক্রিকেটভক্তদের। ঘণ্টা খানেক পারফর্ম করবেন সুনিধি। তারপর মাঠে ট্রফি নিয়ে প্রবেশ করবেন সৌরভ গাঙ্গুলি, ঋদ্ধিমান সাহা এবং ঝুলন গোস্বামী। বিকেল পাঁচটায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। সাতটায় শুরু ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি গতবারের দুই যৌথ বিজয়ী সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মুর্শিদাবাদ কিংস। বেঙ্গল প্রো টি-২০ লিগের প্রথম দিনই মাঠে নামবেন মুকেশ কুমার, ঋত্বিক চ্যাটার্জি, সুদীপ কুমার ঘরামী, অঙ্কিত চ্যাটার্জিরা।‌

বুধবার একটাই ম্যাচ। বৃহস্পতিবার থেকে শুরু মহিলাদের ম্যাচ। যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে হবে মেয়েদের খেলাগুলো। প্রথমদিন দুটো ম্যাচ। সকাল নটায় মুর্শিদাবাদ কুইন্সের মুখোমুখি হারবার ডায়মন্ডস। দুপুর দেড়টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লাক্স শ্যাম কলকাতা টাইগার্স এবং সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। দ্বিতীয় মরশুমে থাকছে ডিআরএস। ছেলেদের লিগে ২৪ জুন পর্যন্ত প্রতিদিন দুটো করে ম্যাচ রয়েছে। ২৫ জুন লিগের শেষ ম্যাচ। ২৬ জুন ছেলেদের দুটো সেমিফাইনাল। ২৮ জুন ফাইনাল। ২৭ জুন যাদবপুর ক্যাম্পাসে মেয়েদের দুটো সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৮ জুন দুপুর দেড়টায় ইডেনে ফাইনাল।