আজকাল ওয়েবডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই শেষ হয়ে গেল বাংলার রঞ্জি অভিযান। ঘরের মাঠে হরিয়ানার কাছে লজ্জার হার। রঞ্জির ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানে আউট হয়ে লজ্জা আরও বাড়ায় বাংলার ক্রিকেটাররা। শনিবার কল্যাণীতে ২৮৩ রানে হারলেন অনুষ্টুপরা। নিজেদের পাতা ফাঁদেই আটকে যায় বাংলা। মাত্র ৮৫ রানে দ্বিতীয় ইনিংস শেষ। কোনও ব্যাটার‌ দাঁড়াতেই পারেনি। সর্বোচ্চ রান ঋদ্ধিমান সাহার। ২৫ রান করেন তিনি। হারের ফলে বাংলার বিদায় নিশ্চিত। পরের পর্বে যেতে গ্রুপের শেষ দুটো ম্যাচ জিততেই হত। কিন্তু ঘরের মাঠে হরিয়ানার কাছেই হেরে বসলেন ঋদ্ধিরা।‌

এই ম্যাচে বাংলার ব্যাটিং কিছুটা দুর্বল ছিল। দুই প্রধান ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চ্যাটার্জি ছিল না। শাহবাজ আহমেদকেও পাওয়া যায়নি। যার বলে কল্যাণীতে গ্রিন টপ উইকেট বানানো হয়। যাতে বোলারদের কাঁধে ভর করে ম্যাচ বের করতে পারে বাংলা। এটাই বুমেরাং হয়ে ফিরল। হরিয়ানার প্রথম ইনিংসে পরিকল্পনা কাজ দেয়। ১৫৭ রানে শেষ হয় বিপক্ষের ইনিংস। কিন্তু হরিয়ানার রান পেরোতে পারেনি বাংলা। ১২৫ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বাংলার বোলিং ব্যর্থ। নিশান্ত সিন্ধু এবং হিমাংশু রানার ব্যাটে ভর করে ৩৩৬ রান করে হরিয়ানা। পাঁচ উইকেট পান সুরজ সিন্ধু জয়েসওয়াল। কিন্তু রানের পাহাড় গড়া আটকাতে পারেননি। 

হরিয়ানার দেওয়া টার্গেট তাড়া করতে গিয়ে নাকানি-চোবানি খায় বাংলা। ডাহা ফ্লপ বাংলার ব্যাটাররা। ঋদ্ধিমান সাহা, অঙ্কিত চ্যাটার্জি, প্রদীপ্ত প্রামাণিক ছাড়া কেউই দুই অক্ষরের রানে পৌঁছতে পারেনি। মুড়ি মুড়কির মতো উইকেট হারাতে থাকে বাংলা। ২৫ রানে অপরাজিত থাকেন ঋদ্ধি। শেষপর্যন্ত ঘরের মাঠে লজ্জার ইতিহাস। মাত্র ৮৫ রানে শেষ বাংলার দ্বিতীয় ইনিংস। দু'বছর আগে ঘরের মাঠে রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছিল বাংলা। কিন্তু ইডেনে সৌরাষ্ট্রের কাছে হারেন মনোজ তিওয়ারির দল। তারপর থেকে আবার সাক্ষী সেই ব্যর্থতা।