আজকাল ওয়েবডেস্ক: সন্তোষ ট্রফি জয়ের পুরো কৃতিত্ব ফুটবলারদের দিলেন সঞ্জয় সেন। জানিয়ে দিলেন তাঁদের পরিশ্রমেই এই সাফল্য। গত আড়াই মাস নিজেদের নিংড়ে দিয়েছে বাংলার ফুটবলাররা। সঞ্জয় সেন বলেন, 'আমার ছেলেরা গত আড়াই মাস নিজেদের সবটুকু দিয়েছে। অনেক আত্মত্যাগ করেছে। ফাইনালে উঠে ট্রফি না জিততে পারলে কোনও লাভ নেই। আসল হল ট্রফি। শেষমেষ যাবতীয় পরিশ্রম সার্থক। ২০১৬ সালে গোয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর থেকে শুধুই ব্যর্থতা। শেষ দু'বার মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি। আনন্দের দিনে অতীত ঘাঁটতে চান না বাংলার কোচ। সঞ্জয় সেন বলেন, 'আমরা অতীতে পড়ে থাকতে পারব না। হার নিয়ে আমি কোনওদিন ভাবিনি। চেয়েছিলাম ছেলেরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করুক। সেটাই হয়েছে। আমরা শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছি। ওড়িশা এবং সার্ভিসেসের বিরুদ্ধেও আমরা শেষ মিনিটে গোল করেছিলাম।'

বাংলার সন্তোষ জয়ে শুভেচ্ছা জানান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বলেন, 'দীর্ঘ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। ৭৮তম সন্তোষ ট্রফিতে কেরলের মতো শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩বার ভারত সেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মান্ডির অধিনায়কত্বে বাংলার ফুটবলারদের অনবদ্য পারফরমেন্সের ফলেই এই জয়। বাংলা দলের কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন বাংলাকে আবার ভারত সেরা করার জন্য।' বাংলা দলকে শুভেচ্ছা জানান আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।