আজকাল ওয়েবডেস্ক: জয় শাহের উত্তরসূরির খোঁজ চলছে জোরকদমে। ১২ জানুয়ারি নতুন সচিব এবং কোষাধ্যক্ষ বাছতে মুম্বইয়ে স্পেশাল জেনারেল মিটিং ডাকা হয়েছে। চলতি মাসের শুরু থেকে বোর্ডের এই দুটো পদ খালি আছে। বিসিসিআইয়ের অভিধান অনুযায়ী বোর্ডের কোনও পদ ৪৫ দিনের বেশি খালি রাখা যাবে না। তারমধ্যে স্পেশাল বার্ষিক সভা ডেকে লোক নিয়োগ করতে হবে। সেই অনুযায়ী ৪৩ দিনের মাথায় এই বৈঠক ডাকা হয়েছে। এক রাজ্য অ্যাসোসিয়েশনের সভাপতি জানায়, 'বৃহস্পতিবার অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ের পর রাজ্য সংস্থাগুলোকে এসজিএমের তারিখ জানিয়ে দেয় হয়েছে। ১২ জানুয়ারি বোর্ডের হেড কোয়ার্টারে এই বৈঠক হবে।' 

১ ডিসেম্বর থেকে আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জয় শাহ। সদ্য গঠিত মহারাষ্ট্র সরকারে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছে আশিস শেলারকে‌। লোধা কমিটির নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি দুটো পদে থাকতে পারবে না। কুলিং অফে যাওয়ার আগে বিসিসিআই সচিব হিসেবে আরও একবছর বাকি ছিল জয় শাহের। কিন্তু আইসিসির চেয়ারম্যান হওয়ার পর বোর্ড থেকে সরে যেতে বাধ্য হন। অন্যদিকে লোধার নিয়ম অনুযায়ী কোনও মন্ত্রী বোর্ডের অফিস বিয়ারার হতে পারবে না। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, 'সচিব এবং কোষাধ্যক্ষের পদ খালি হয়ে গিয়েছে। স্পেশাল জেনারেল মিটিং ডেকে এই জায়গায় নতুন লোক নেওয়া হবে। প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার আঁচল কুমার জ্যোতির নিয়োগপত্র গৃহীত করার অনুরোধ জানানো হচ্ছে অ্যাপেক্স কাউন্সিলকে। তাঁর তত্ত্বাবধানে এসজিএমে বোর্ডের নির্বাচন হবে।' বর্তমানে বোর্ডের অন্তর্বর্তী সচিবের ভূমিকায় আছেন অসমের দেবজিত সাইকিয়া। কোষাধ্যক্ষের পদ খালিই আছে।