আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। নতুন পদ পেতে চলেছেন জয় শাহ। আইসিসির চেয়ারম্যান হতে চলেছেন অমিত শাহের পুত্র। নভেম্বরে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে গ্রেগ বারক্লের। তারপর আইসিসির চেয়ারম্যান হিসেবে চালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই তাঁর। একটি ভিডিও কনফারেন্সে বারক্লে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড সহ আইসিসির বাকি ডিরেক্টরদের জানান, তৃতীয় বারের জন্য এই পদে নির্বাচিত হতে চান না তিনি। সুতরাং, নভেম্বরে তাঁর মেয়েদ শেষ হলেই বদলি হিসেবে বিদায়ী আইসিসি চেয়ারম্যানের চেয়ার দখল করবেন জয় শাহ। তাঁকে সমর্থন জানাবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। যার ফলে জয় শাহের আইসিসি চেয়ারম্যান হওয়া শুধু সময়ের অপেক্ষা। মাত্র ৩৫ বছর বয়সে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হবেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান হওয়ার নজির গড়বেন জয় শাহ।
আইসিসির মুখপাত্র বলেন, 'আইসিসি চেয়ারম্যান গ্রেগ বারক্লে তৃতীয় বারের জন্য চেয়ারম্যানের পদে থাকতে চান না। নভেম্বরে তাঁর মেয়াদ শেষ হলে সরে যাবেন। ২০২০ সালের নভেম্বরে প্রথমবার আইসিসির চেয়ারম্যান হন তিনি। ২০২২ সালে পুনর্নির্বাচিত হন। ২৭ আগস্টের মধ্যে বর্তমান ডিরেক্টরদের মনোনয়নপত্র জমা দিতে হবে। একজনের বেশি জমা দিলে নির্বাচন হবে।' জয় শাহের চেয়ারম্যান হওয়ার পক্ষে আইসিসির বাকি ডিরেক্টররা। তাই নির্বাচন হবে না। এর আগে বিসিসিআই থেকে আইসিসি যাওয়ার নজির রয়েছে চারজন ভারতীয় প্রশাসকের। আইসিসির সভাপতি হন জগমোহন ডালমিয়া (১৯৯৭-২০০০) এবং শরদ পাওয়ার (২০১০-২০১২)। চেয়ারম্যান হন এন শ্রীনিবাসন (২০১৪-২০১৫) এবং শশাঙ্ক মনোহর (২০১৫-২০২০)। এবার তৃতীয় ব্যক্তি হিসেবে চেয়ারম্যান হতে চলেছেন জয় শাহ।
