আজকাল ওয়েবডেস্ক: ইডেন থেকেই শুরু হয়ে গিয়েছে বোর্ডের নতুন দশ দফা নির্দেশিকা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনও নির্দিষ্ট প্লেয়ারের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা না করা হয়। সবাই টিম বাসে যাতায়াত করবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে কলকাতায় টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির ব্যর্থতার পর ইডেনে প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। তার আগেই দশ দফা নির্দেশিকা সিএবিতে পাঠিয়ে দেয় বোর্ড। বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি জানান, বোর্ডের নির্দেশ পালন করার জন্য তাঁরা তৈরি। স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'বিসিসিআইয়ের‌ গাইডলাইন মাথায় রেখে, সিএবি কোনও প্লেয়ারের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করেনি। ভারতীয় দলের জন্য শুধু একটা টিম বাস রাখা হয়েছে। ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা রাখা হচ্ছে না। আমাদের বোর্ডের নিয়ম মানতে হবে। যেখানে স্পষ্ট লেখা আছে, সব প্লেয়ারকে প্র্যাকটিসে এবং ম্যাচের সময় দলের সঙ্গে বাসেই ট্র্যাভেল করতে হবে।' 

অতীতে একাধিকবার তারকা ক্রিকেটাররা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করেছে। যা স্থানীয় ক্রিকেট সংস্থার সাহায্যে বোর্ডের অপারেশন দল ব্যবস্থা করত। এমনকী অস্ট্রেলিয়া সফরে দু'জন তারকা ক্রিকেটার তাঁদের পরিবারের সঙ্গেই ট্র্যাভেল করেছে। তবে নতুন নিয়ম চালু হওয়ার পর আবার গতানুগতিক চিত্র দেখা যাচ্ছে। রবিবার টিম বাসে ইডেনে আসে ভারতীয় দল। কোচ গৌতম গম্ভীর, সাপোর্ট স্টাফ সহ সমস্ত ক্রিকেটার একসঙ্গে একই বাসে আসে। এই তালিকায় ছিলেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ডিয়াও। গৌতম গম্ভীরের ম্যানেজারের টিম হোটেলে থাকা এবং দলের সঙ্গে একই বাসে, গাড়িতে ঘোরা নিয়ে প্রশ্ন উঠেছিল। কলকাতায় এসেছেন গম্ভীরের ম্যানেজার। কিন্তু আলাদা হোটেলে তাঁকে রাখা হয়েছে।