আজকাল ওয়েবডেস্ক: পদপিষ্ট কাণ্ডে আরও বিপাকে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সেলিব্রেশনে নিরাপত্তায় অবহেলা নিয়ে এবার আরসিবি এবং কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে লিখিত জবাব চাইল বিসিসিআইয়ের ওম্বুডসম্যান এবং এথিক্স অফিসার রিটায়ার্ড জাস্টিস অরুণ মিশ্র। জবাব দেওয়া জন্য চার সপ্তাহ দেওয়া হয়েছে। আইপিএস অফিসার বিকাশ কুমারের অভিযোগের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। কয়েকদিন আগে ফ্র্যাঞ্চাইজির শেয়ার বিক্রির কথা শোনা গিয়েছিল। কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে পারবে না বর্তমান মালিকরা। নিজের নির্দেশিকায় জাস্টিস মিশ্র লেখেন, 'ঘটনার গুরুত্বের প্রেক্ষিতে, অভিযোগের বিরুদ্ধে লিখিত জবাব দিতে হবে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ফ্র্যাঞ্চাইজিকে। ৪ জুন পদপিষ্টের ঘটনার পরিপ্রেক্ষিতে এই অভিযোগ দায়ের করা হয়েছিল। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না রাখার অভিযোগ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এই ঘটনার দায় নিতে হবে। আরসিবিকে নির্বাসিত করার কথা বলা হয়েছে। একইসঙ্গে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি বিক্রি করা যাবে না।'
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, পাল্টা জবাব দেওয়ার জন্য দশদিন সময় দেওয়া হয়েছে অভিযোগকারী আইপিএস অফিসারকে। হঠাৎ কেন লিখিত জবাব চাওয়া হল? ভাবা হচ্ছে, ক্রিকেটমহলে আরসিবি বিক্রি করে দেওয়ার একটি খবর শোনা যাচ্ছে। সেটা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পদপিষ্ট কাণ্ডে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলতে চান ফ্র্যাঞ্চাইজির কর্তারা। সেই কারণেই বিক্রির চেষ্টা করা হচ্ছে। নির্দেশিকায় বলা হয়েছে, 'ভাবা হচ্ছে, পদপিষ্টের ঘটনায় নিজেদের ঘাড়ে দায়িত্ব নিতে চাইছে না আরসিবির কর্তারা। সেই কারণেই ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দিতে চাইছে।' প্রসঙ্গত, আইপিএল জয়ের পর দল বেঙ্গালুরুতে ফেরার দিন চিন্নস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশনের আয়োজন করে আরসিবি। সেখানেই পদপিষ্ট হয়ে মারা যান ১১জন। মৃতদের তালিকায় ছিল বাচ্চা এবং মহিলারা।
