আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। ১৫ সদস্যের দলে রাখা হয়নি বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনকে। 

কিন্তু ঈশ্বরনকে নেওয়া হল না কেন? বিসিসিআই-এর মুখ্য নির্বাচক অজিত আগরকর হৃদয় ভাঙলেন বাংলার ক্রিকেটপ্রেমীদের। অভিমন্যু সম্পর্কে জানিয়ে দিলেন তাঁর মতামত। 

আগরকর বলেছেন, ''অভিমন্যু সম্পর্কে বলি, ঘরের মাঠে তৃতীয় ওকজন ওপেনারের আর দরকার নেই আমাদের।'' 

আরও পড়ুন: দুবাইয়ে কার্যত 'সেমিফাইনাল', পাকিস্তানকে সতর্ক করে দিলেন বাংলাদেশ অধিনায়ক, জাকের বললেন......

ইংল্যান্ডের বিরুদ্ধে দল ভাল খেললেও একাধিক তারকার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ম্যানেজমেন্ট। বিশেষ করে প্রায় ৮ বছর পর টেস্টে দ্বিতীয় সুযোগ পাওয়া করুণ নায়ারের পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক নয়। ইংল্যান্ডের মাটিতে চার টেস্টে সুযোগ পেলেও হতাশ করেছেন। সেরা রান ৫৭। আট ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ২০৫ রান। শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর বাদ পড়া নিশ্চিত। তাঁর বদলে দলে ঢুকতে পারেন সরফরাজ খান বা দেবদত্ত পাডিক্কাল।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের টেস্ট দল ঘোষিত হল এদিন। খুব স্বাভাবিকভাবেই অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল।  সহ–অধিনায়ক করা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। চোট সারিয়ে ফিরতে পারেননি ঋষভ পন্থ। জায়গা হল না শ্রেয়স আইয়ারেরও। সুযোগ পাননি বাংলার পেসার আকাশদীপও। 

বুধবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। এশিয়া কাপ শেষ হওয়ার পরই নতুন লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সব ঠিক থাকলে বুধবারই সেই সিরিজের জন্য দল ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল বুধবার ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করতে পারেনি বিসিসিআই। 
২ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এদিকে, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিরিজের মাঝপথে ফিরে আসেন শ্রেয়স আইয়ার। পিঠের চোটের জন্য লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। ইউকেতে পিঠের অস্ত্রোপচার হয় শ্রেয়সের। ফের ব্যথা অনুভব করার পর নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানান শ্রেয়স। তবে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন তিনি। কিন্তু ইরানি কাপে খেলবেন না। অবশিষ্ট ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার। 

নিজের এই সমস্যার কথা মুখ্য নির্বাচক অজিত আগরকরকে জানান শ্রেয়স। বোর্ডের এক সূত্র জানান, 'আইয়ার আগরকরের সঙ্গে কথা বলেছে। জানিয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা তাঁর জন্য ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। ওর পিঠে ব্যথা অনুভব করছে। সেই কারণেই ভারতীয় এ দলের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে।' এই বিরতি তাঁকে ফিটনেসে উন্নতি করতে সাহায্য করবে। সম্প্রতি শ্রেয়সের পারফরমেন্স আশানোরূপ নয়। দলীপ ট্রফিতে রান পায়নি। যথাক্রমে ২৫ এবং ১২ রান করেন। ভারতীয় এ দলের হয়ে নেমে ৮ রান করেন। ৩০ সেপ্টেম্বর থেকে কানপুরে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় এ দল। তিন ম্যাচেই নেতৃত্ব দেবেন শ্রেয়স। ১ অক্টোবর থেকে নাগপুরে হবে ইরানি কাপ। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভের বিরুদ্ধে অবশিষ্ট ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার। 

আরও পড়ুন: বিধ্বংসী মেজাজে কুলদীপ, এতটা উন্নতি কীভাবে? কার্তিক ফাঁস করলেন রহস্য