আজকাল ওয়েবডেস্ক:রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল খেতাব জিতেছে। তার পরই বিজয়োৎসবে বিপর্যয় ঘটে গিয়েছে। উদযাপন করতে গিয়ে ১১ জন মারা গিয়েছেন। এই বিপর্যয় নিয়ে কম কালি খরচ হয়নি। এবার জানা গিয়েছে, বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় বিসিসিআই তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটি ১৫ দিনের মধ্যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য আদর্শ উদযাপনের নির্দেশিকা পাঠাবে। 

শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ২৮-তম অ্যাপেক্স কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া এবং সহ-সভাপতি রাজীব শুক্লাকে নিয়ে এই কমিটি। কমিটির সভাপতিত্ব করবেন দেবজিৎ সাইকিয়া। 

৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উদযাপনের সময়ে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ১১ জন নিহত এবং ৫৬ জন আহত হন। 

এই ঘটনার প্রেক্ষিতে শোক ও দুঃখপ্রকাশ করার পাশাপাশি, বিসিসিআই কর্তারা বলেছিলেন যে আইপিএল ফ্র্যাঞ্চাইজির ব্যক্তিগত উদযাপনের উপর তাদের কোনও নিয়ন্ত্রণ নেই। তবে সাইকিয়া ইঙ্গিত দিয়েছিলেন লিগ পরিচালনা পর্ষদ উদযাপনের নির্দেশিকা চালু করার বিষয়ে গুরুত্ব সহকারে ভাববে। ক্রিকেট বোর্ড সেই কথাই বলেছে।

বিসিসিআই-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "অ্যাপেক্স কাউন্সিল আহমেদাবাদের বিমান দুর্ঘটনা এবং বেঙ্গালুরুতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছে।''

অ্যাপেক্স কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে, কমিটি ১৫ দিনের মধ্যে বিজয় উৎসব নিয়ে নির্দেশিকা তৈরি করবে।