আজকাল ওয়েবডেস্ক: তিনি স্পেনের বিরল প্রতিভা। লামিনে ইয়ামাল। তবে এটা কি সত্যিই যে ১৩ দিনে ভেঙে গিয়েছে লামিনে ইয়ামালের প্রেম? স্পেনের কয়েকটি সংবাদমাধ্যম কিছু দিন আগে তেমনই দাবি করেছিল। একাধিক প্রতিবেদনে বলা হয়েছিল, আর্জেন্টিনার র্যাপার নিকি নিকোলের সঙ্গে ভালবাসার সম্পর্ক টেকেনি ইয়ামালের। সত্য সামনে আনলেন ইয়ামালের জাতীয় দলের এক সতীর্থ।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই ইয়ামাল ১৮ বছর পূর্ণ করেছেন। তাঁর জন্মদিনের পার্টির অন্যতম আকর্ষণ ছিলেন নিকোল। পার্টিতে প্রায় সারা ক্ষণ ইয়ামালের পাশে ছিলেন আর্জেন্টিনার র্যাপার। তা থেকে শুরু হয় জল্পনা। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চাইলেও পরে ইয়ামাল নিজেই নিকোলের সঙ্গে সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন।
কয়েক দিন আগে স্পেনের একাধিক সংবাদমাধ্যম দাবি করে, ইয়ামাল–নিকোলের সম্পর্ক ভেঙে গিয়েছে। ১৩ দিনের বেশি টেকেনি তাঁদের ভালবাসা। শুরু হয় নতুন জল্পনা। রবিবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তুরস্কের বিরুদ্ধে জয়ের পর সেই জল্পনায় জল ঢাললেন নিকো উইলিয়ামস। ম্যাচের পর ইয়ামালের জাতীয় দলের সতীর্থ স্পেনের সাজঘরের একটি ছবি পোস্ট করেছেন সংবাদমাধ্যমে। সেই ছবিতে হাসি মুখে দেখা যাচ্ছে ইয়ামালকে। একটি হাত দিয়ে আলতো করে ঢাকা মুখ। অনেকটা উড়ন্ত চুম্বন দেওয়ার ভঙ্গি। অন্য হাতে মোবাইল ফোন। তার ওয়াল পেপারে নিকোলের সঙ্গে তাঁর আবেগঘন মুহূর্তের ছবি। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উইলিয়ামস লিখেছেন, ‘আমাদের ছেলে প্রেমে পড়েছে।’
নিকোলের সঙ্গে ইয়ামালের বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়েছেন অ্যাটলেটিকো বিলবাওয়ের স্ট্রাইকার। ১৮ বছরের ইয়ামালের সঙ্গে ২৫ বছরের নিকোলের সম্পর্ক অটুট রয়েছে জানার পর বহু ফুটবলপ্রেমী তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে, ইউএস ওপেন জিতেই নাইট ক্লাবে চলে গেলেন আলকারাজ। এটা ঘটনা, স্প্যানিশ তারকার টেনিস জীবনের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম জয়ের গুরুত্ব একটু বেশি। ইউএস ওপেন ফাইনালে জানিক সিনারকে হারিয়ে আবার বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হলেন স্পেনের ২২ বছরের তরুণ। আর্থার অ্যাশ স্টেডিয়ামের অনুষ্ঠান শেষ হতেই আলকারাজ ছোটেন ক্লাব চেজ মার্গাক্সে।
নিউ ইয়র্কের এই নৈশক্লাবে ঢুকতে পারেন শুধু সদস্যরা। ইউএস ওপেন জেতার পর রবিবার রাতে আলকারাজ চলে যান নিউ ইয়র্কের অভিজাত ক্লাবে। তাঁর সঙ্গে ছিলেন টিমের সব সদস্য। হেড কোচ হুয়ান কর্লোস ফেরারোও। ক্লাবে পৌঁছে খোলা হয় শ্যাম্পেনের একের পর এক বোতল। শ্যাম্পেন–স্নান করেন আলকারাজরা। যে যাঁকে সামনে পেয়েছেন, তাঁর মাথাতেই শ্যাম্পেন ঢেলে দিয়েছেন। প্রধান কোচ ফেরারোও ছাড় পাননি। আমেরিকার গায়িকা টেলর সুইফটের প্রিয় এই ক্লাবে নৈশ পার্টির কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আলকারাজের পার্টিতে ছিলেন হলিউড অভিনেত্রী লুপিতা নিয়ং’ও, মডেল ব্রিয়ান্না বারধি, টিকা কামাইয়েরা। খ্যাতনামীদের অনেকেই আলকারাজ–সিনার ফাইনাল দেখে নৈশক্লাবে গিয়েছিলেন। তাঁদের ছবি তোলার অনুরোধ হাসি মুখে রেখেছেন আলকারাজ। আমন্ত্রিতদের আতিথেয়তার দায়িত্বে ছিলেন কোচ ফেরারো। নৈশভোজের দেখভালও করেন তিনি। গ্র্যান্ড স্ল্যাম জয়ের রাতে ছাত্রকে এ সবে ব্যস্ত রাখেননি। মাঝরাত পর্যন্ত চলে পার্টি। উল্লেখ্য, শনিবার এই ক্লাবেই ইউএস ওপেন জয়ের পার্টি করেছিলেন মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন এরিনা সাবালেঙ্কা।
