আজকাল ওয়েবডেস্ক: টানটান উত্তেজনা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে। বার্সেলোনার ঘরের মাঠে প্রথম লেগে খেলতে এসেছিল ইন্টার মিলান। খেলা শেষ হল ৩–৩ ফলে।
খেলার ৩০ সেকেন্ডেই ইন্টার এগিয়ে গিয়েছিল মার্কাস থুরামের গোলে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দ্রুততম গোলের নজির গড়লেন তিনি। যদিও চোটও পেলেন। ইন্টার চাইবে ঘরের মাঠে দ্বিতীয় পর্বের আগে সুস্থ হয়ে উঠুক থুরাম।
গোল খেয়ে ফিরে আসার চেষ্টা করতে থাকে বার্সেলোনা। কিন্তু সফল হতে পারেনি। উল্টে ২১ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুরন্ত ব্যাকভলিতে গোল করে যান ডেনজেল ডামফ্রিস। ইন্টার এগিয়ে যায় ২ গোলে। কিন্তু এরপরেই শুরু লামিনে ইয়ামাল ম্যাজিক। খেলার ২৪ মিনিটে ডানপ্রান্ত দিয়ে গতি বাড়িয়ে ইন্টার ডিফেন্ডারকে পাশ কাটিয়ে সোজা ঢুকে পড়েন বক্সে এবং বাঁ–পায়ের জোরালো শটে গোল করে যান ইয়ামাল। খেলার ৩৮ মিনিটে পেদ্রির ঠিকানা লেখা ক্রস দক্ষতার সঙ্গে রিসিভ করে অনবদ্য গোল করে যান ফেরান টোরেস। খেলার ফল দাঁড়ায় ২–২।
দ্বিতীয়ার্ধে আরও চমক বাকি ছিল। ৬৩ মিনিটে কর্নার থেকে আসা বলে দুরন্ত স্পট জাম্প দিয়ে হেডে অনবদ্য গোল করে যান সেই ডেনজেল ডামফ্রসজ। ইন্টার এগিয়ে যায় ৩–২ ব্যবধানে।
তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৫ মিনিটে ইন্টার গোলকিপার সমারের ভুলে ৩–৩ করে যায় বার্সেলোনা।
