আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে বার্সিলোনা। তবে জয় দিয়ে নয়, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ১-৩ গোলে হেরেও সেমিফাইনালে চলে গেল স্প্যানিশ জায়ান্টরা। ৫-৩ গড়ে প্রতিপক্ষকে ছাপিয়ে শেষ চারে চলে যায় বার্সা। সারহৌউ গুইরাস্সির হ্যাটট্রিক বাঁচাতে পারেনি ডর্টমুন্ডকে। প্রথম লেগে চার গোলে ধুলিস্যাৎ হওয়ার খেসারত দিতে হল। ২০১৯ সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের ছাড়পত্র সংগ্রহ করল বার্সিলোনা। কিন্তু দ্বিতীয় লেগে নাটকীয় প্রত্যাবর্তন করে ডর্টমুন্ড। একটা সময় মনে হয়েছিল, ঘরের মাঠে দাপুটে জয়ে কাটালানদের ছিটকে দিতে পারে। কিন্তু শেষপর্যন্ত প্রথম লেগে ৪-০ গোলে জয় বাঁচায় বার্সাকে।
ম্যাচের ১১ মিনিটে পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন গুইরাস্সি। বিরতির চার মিনিট পরে ২-০ করেন। কিন্তু তার কিছুক্ষণ পরই রামি বেনসেবাইনির আত্মঘাতী গোল বার্সাকে ম্যাচে ফেরায়। গড়ে তিন গোলে এগিয়ে দেয়। এরপরও ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। তবে ৭৬ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন গুইরাস্সি। ডর্টমুন্ডকে ৩-১ গোলে এগিয়ে দেন। পরিবর্ত ফুটবলার জুলিয়ান ব্র্যান্ডটের গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। দুর্দান্ত লড়াই করলেও শেষরক্ষা হল না। ছয় বছর আগের ঘটনার পুনরাবৃত্তি করেনি বার্সা। সেবার অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে তিন গোলের লিড কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় লেগে দুরন্ত কামব্যাক করে লিভারপুল। তবে এবার আর সেই ভুল করেনি। সেমিফাইনালে ইন্টার মিলান বা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সা।
