আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতার পরে কেঁদে ফেলেছিলেন নিগার সুলতানা।
শনিবার ইংল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশ।
২০ ওভারে ইংল্যান্ড করেছিল ৭ উইকেটে ১১৮ রান। সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশ থেমে যায় সাত উইকেটে ৯৭ রানে। ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ২১ রানে। টি-টোয়েন্টি ফরম্যাটে ১১৮ খুব বড় টার্গেট নয়। কিন্তু বাংলাদেশ রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৬০ রান করে। তখনই ম্যাচ থেকে হারিয়ে যায়।
ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ রান করেন ড্যানি ওয়াট (৪১)। বুচির করেন ২৩ রান। বাকিরা সেভাবে রান করতে পারলেন কোথায়!
বাংলাদেশ ধাক্কা খায় পাওয়ার প্লেতে। ৬ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ২০। বাংলাদেশের ইনিংসে শোভানা সর্বোচ্চ ৪৪ রান করেন। তিনি অবশ্য তিনবার জীবন ফিরে পান। নিগার সুলতানা ১৫ রান করলেও বাকিরা এলেন আর গেলেন। ফলে বাংলাদেশ থেমে যায় ৯৭ রানে। গ্রুপে বাংলাদেশ এখন তিন নম্বরে। ইংল্যান্ড শীর্ষে।
