আজকাল ওয়েবডেস্ক: অবশেষে জয় পেল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ডের। বাংলাদেশ ১৬ রানে ম্যাচ জিতে নেয়।
টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ৭ উইকেটে ১১৯ রান। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে শোভানা সর্বোচ্চ ৩৬ রান করেন। সাথী রানি করেন ২৯ রান। বাকিরা সেভাবে রান করতে না পারলেও বাংলাদেশের ম্যাচ জিততে সমস্যা হয়নি।
স্কটল্যান্ড রান করতে নেমে থেমে যায় ৭ উইকেটে ১০৩ রানে। সারা ব্রাইস ৪৯ রানে অপরাজিত থাকলেও বাকিরা এলেন আর গেলেন। তাঁরা কেউই প্রতিরোধ গড়তে পারলেন না বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে।
ম্যাচ জেতার পরে কেঁদে ফেলেন বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা। অবশ্য তাঁর কেঁদে ফেলারই কথা। এই জয় তাঁদের কাছে গৌরবের। ১০ বছর পরে জয় পেল বাংলাদেশ। ম্যাচের হিসেবে ১৬ ম্যাচ হারের পরে বাংলাদেশের মহিলা দল জয় হাসিল করল। চার-চারটি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে জয়ের দেখা পেলেন নিগার সুলতানারা।
