আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাবর আজমের দল থেকে বাদ পড়া পাকিস্তান ক্রিকেটে ঝড় তুলেছে। একটানা খারাপ পারফরম্যান্সের জন্য কোপ পড়ে তাঁর ওপর। পাকিস্তানের সেরা ব্যাটারকে বাদ দিতে দু'বার ভাবেনি পিসিবির নব নির্বাচিত কমিটি। তবে নির্বাচক মণ্ডলীর এই সিদ্ধান্তে মোটেই খুশি নন রামিজ রাজা। সরাসরি তাঁদের সিদ্ধান্তকে ভুল বলেন। বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানের দাবি, বাবরকে কোনওভাবেই দল থেকে বাদ দেওয়া উচিত হয়নি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শুধুমাত্র দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারই নয়, বাবর একটা ব্র্যান্ড যা পাকিস্তানের ক্রিকেটকে অর্থ উপার্জন করতে সাহায্য করে। রামিজ বলেন, 'আমার মতে নতুন নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নেয়নি। অনেকেই মনে করে ওর বিশ্রাম দরকার ছিল। তাই ওকে দল থেকে বাদ দেওয়া হয়। আমাদের বুঝতে হবে পাকিস্তান ক্রিকেট ওর জন্য বিক্রি হয়। বর্তমানে পাকিস্তান ক্রিকেটে যা চলছে সেই নিয়ে তর্ক থাকবেই। বাবরের ব্যর্থতা অব্যাহত থাকবে, না কামব্যাক করবেন? সেটাই আকর্ষণীয় বিষয়।'
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় টেস্টে বাবরের পাশাপাশি বাদ পড়েন শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ। রামিজের ধারণা, এই তিনজনের অনুপস্থিতিতে পাকিস্তান ক্রিকেটে কোনও বিক্রয়যোগ্য পণ্য নেই। যা স্পনসরশিপের জন্য মোটেই ভাল নয়। রামিজ বলেন, 'এই মুহূর্তে পাকিস্তান দলে কোনও বিক্রয়যোগ্য পণ্য নেই। এই বিষয়ে স্পনসররাও চিন্তিত থাকবে। প্রথমত পাকিস্তান একটানা হারছে। তারওপর এই টেস্ট দলে কোনও সুপারস্টার নেই।' দ্বিতীয় টেস্টের টসের সময় তিন তারকা ক্রিকেটারের অনুপস্থিতি নিয়েও মুখ খোলেন শান মাসুদ। তবে জানিয়ে দেন, এই বিষয়ে তাঁর কিছু করার নেই।
