আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েন দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ‌ এবং এশিয়া কাপের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সলমন আঘা দলকে নেতৃত্ব দেবেন। উইকেটকিপার হিসেবে বেছে নেওয়া হয় মহম্মদ হ্যারিসকে। দলে জায়গা পেয়েছেন শাহিন আফ্রিদি। সুযোগ পান ফখর জামানও। তবে বাবর আজম এবং মহম্মদ রিজওয়ানের জায়গা হয়নি। এশিয়া কাপের দলে সুযোগ পান হ্যারিস রউফ, হাসান আলি এবং ফাহিম আশরাফ। তরুণ ক্রিকেটার সাইম আইয়ুব এবং হাসান নওয়াজও সুযোগ পান। 

এশিয়া কাপের দলে সুযোগ না পাওয়ার পরে বাবর আজমকে একটি প্রদর্শনী ম্যাচে খেলতে দেখা যায়। পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমির হয়ে নামেন বাবর। প্রতিপক্ষ ছিল অল স্টার লিজেন্ড ইলেভেন। 

তারকা বাবর অলরাউন্ড পারফরম্যান্স তুলে ধরেন ম্যাচে। পেশোয়ার জালমি ৬ রানে লিজেন্ড ইলেভেনকে হারায়। পাকিস্তানের বন্যা কবলিত মানুষকে ত্রাণ দেওয়ার জন্য এই প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। কিংবদন্তি পেসার শোয়েব আখতারকে পর পর দু'বলে দুটি বাউন্ডারি হাঁকান বাবর। তাছাড়া ছক্কাও মারেন। এটাই ম্যাচের স্মরণীয় মুহূর্ত। 

আরও পড়ুন: পেয়েছিলেন কোচের বাহবা, 'তুমি মেহতাবের থেকেও বড় ফুটবলার', ইস্টবেঙ্গল ও সাদা-কালোর মিডফিল্ডারের সম্বল এখন অতীত আর আক্ষেপ

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আখতার। তাঁর দুরন্ত গতির জন্য বিখ্যাত ছিলেন। যে কোনও ব্যাটসম্যানই শোয়েবের মোকাবিলা করতে ভয় পেতেন। এই ম্যাচের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বাবর আজম শোয়েবকে গ্যালারিতে ফেলছেন ছক্কা হাঁকিয়ে। তার পরে দুটি বাউন্ডারি মারেন। 

 

?ref_src=twsrc%5Etfw">August 30, 2025

বাবর আজম ২০ বলে দ্রুত ৩৫ রান করেন। সইদ আজমলকে আক্রমণে আনা হয়। তাঁকেও ছক্কা মেরে বাবর পৌঁছে যান ২২ বলে ৪১ রানে। আজমলের বলেই বাবর ফিরে যান। এগিয়ে গিয়ে মারতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটে বলে হয়নি। আজমলের বলে হোল্ড হন বাবর। 

ব্যাট করার পাশাপাশি বাবর আজম বল হাতেও কিন্তু নজর কাড়েন। বাবর আজম বল করতে পারেন, অনেকেই তা জানতেন না। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁকে বল হাতে খুব একটা দেখা যায় না। প্রদর্শনী ম্যাচে বাবর বল করলেন, ইউনিস খান ও আজহার আলি আউট করেন বাবর আজম। ২১ রানে ২টি উইকেট নেন তিনি। এই প্রদর্শনী ম্যাচে বাবর আজমের বোলিং  পারফরম্যান্স নির্বাচকদের ভাবাতে পারে। 
এশিয়া কাপের দলে জায়গা না পাওয়ার পরে আরও বড় আঘাত নেমে এসেছে বাবর ও রিজওয়ানের উপরে। দুই তারকা ক্রিকেটার নেমে গেলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে। বি ক্যাটেগরিতে এখন তাঁরা। ৩০ জন খেলোয়াড়কে বি, সি ও ডি ক্যাটেগরিতে রাখা হয়েছে। ১ জুলাই, ২০২৫ থেকে ৩০ জুন, ২০২৬ পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে। এ ক্যাটেগরিতে রাখা হয়নি কাউকে। 
৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ চলবে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান। একই গ্রুপে আছে ভারত, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর।  
দুই তারকা ক্রিকেটার না থাকলেও ভারতকে কিন্তু হারানো সম্ভব বলেই মনে করেন পাকিস্তানের ডিরেক্টর অফ হাই পারফরম্যান্স আকিব জাভেদ। প্রাক্তন ক্রিকেটার জাভেদ বলেছেন, ''এশিয়া কাপে এই দলটার ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। তোমরা পছন্দ কর বা না করো ভারত ও পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটের সব থেকে বড় ম্যাচ। সব প্লেয়ারেরই তা জানা।''  

আরও পড়ুন: গোড়ার দিকে ইংরেজি জানতেন না সবুজ তোতা, কীভাবে শিখলেন? শিক্ষিকা শোনালেন এক অন্য ব্যারেটোর গল্প