আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে নেতৃত্ব দিয়েছিলেন আয়ুষ মাত্রে। অস্ট্রেলিয়া সফরেও তাঁর হাতেই থাকবে যুব দলের রিমোট কন্ট্রোল। ইংল্যান্ডে যুব দলের হয়ে ভাল পারফরম্যান্স তুলে ধরেছিলেন বৈভব সূর্যবংশী। দলে রয়েছেন তিনিও। মাহত্রের ডেপুটি হিসেবে অস্ট্রেলিয়ায় যাবেন ভিহান মালহোত্রা।
ইংল্যান্ড সফরে একাধিক রেকর্ড গড়েন সূর্যবংশী। অস্ট্রেলিয়ায় তাঁর ব্যাট কথা বলবে বলেই মনে করছেন অনেকে।
কেউ বলছিলেন, ছক্কা মারার নেশাই তাঁকে ডোবাচ্ছে। আবার কেউ বলছিলেন, বোলাররা হয়তো তাঁর দুর্বলতা ধরে ফেলেছেন। কিন্তু বৈভব সূর্যবংশী রয়েছেন তাঁর মধ্যেই। ব্যাট হাতে রেকর্ড গড়েছেন আগেই। এবার বল হাতেও বৈভব সূর্যের আলো ছড়ালেন। সূর্যবংশী মানেই রেকর্ড আর রেকর্ড।
আরও পড়ুন: ভারত–ইংল্যান্ডের লড়াই আশা জাগাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার, অ্যাশেজেও দেখা যাবে টানটান উত্তেজনা?
আইপিএলের সুবাদে তিনি ১৩ বছর বয়সেই হয়ে গিয়েছিলেন কোটিপতি। মেগা টুর্নামেন্টে তিনি চমকে দিয়েছিলেন। ১৪ বছর বয়সী এই কিশোর এবার বল হাতেও গড়ে ফেললেন নতুন কীর্তি। ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর ঝুলিতে।
ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে সূর্যবংশী। বেকেনহামে অনুষ্ঠিত যুব টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলায় বল হাতে সূর্যবংশী গড়েন নতুন রেকর্ড। সূর্যবংশীর তৃতীয় ওভারের শেষ বলটা ছিল লো ফুল টস। ইংল্যান্ডের হামজা শেখ সেই বল মাঠের বাইরে ফেলতে যান। শেষ পর্যন্ত লং অফে তিনি ক্যাচ দেন। বৈভব ভেঙে দেন হামজা ও রকি ফ্লিনটফের ১৫৪ রানের জুটি। সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থেমে যান হামজা। সূর্যবংশী যুব টেস্টে ভারতের সর্বকনিষ্ঠ উইকেটশিকারী। ১৪ বছর ১০৭ দিনে তিনি এই নজির গড়েন।
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে খেলবে ভারতের যুব দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারতের যুব দল।
ওয়ানডে সিরিজ শুরু হবে ২১ সেপ্টেম্বর। তার পরে টেস্ট। ৭ অক্টোবর শেষ হবে সফর। ইংল্যান্ডের বিরুদ্ধে যে দলটা খেলেছে, অস্ট্রেলিয়ায় প্রায় সেই দলটাই ধরে রাখা হয়েছে।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে মাত্রে ও সূর্যবংশী দুর্দান্ত ছন্দে ছিলেন। সূর্যবংশী ৩৫৫ রান করেন। যুব দলের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন সূর্যবংশী। ওয়ানডে-তে সূর্যবংশীর দাপট দেখা গেলেও টেস্টে মাত্রে ঝলসে ওঠেন। ভারতের যুব দলের ক্যাপ্টেন সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
মুম্বইয়ের মাত্রে চারটি ইনিংসে ৩৪০ রান করেন। এর মধ্যে রয়েছে দুটো সেঞ্চুরি এবং একটি পঞ্চাশ। দ্বিতীয় টেস্টে তিনি দ্রুততম সেঞ্চুরি করেন। মাত্রের নেতৃত্বে ভারত ওয়ানডে সিরিজ জিতেছিল ৩-২-এ। দুটো টেস্ট ম্যাচই ড্র হয়।
অস্ট্রেলিয়া সফরে ভারতের ঘোষিত অনূর্ধ্ব ১৯ দল- আয়ূষ মাত্রে (ক্যাপ্টেন), ভিহান মালহোত্রা (ভাইস ক্যাপ্টেন), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (উইকেট কিপার), হরবংশ সিং (উইকেট কিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার, আনমোলজিৎ সিং, খিলান প্যাটেল, উধব মোহন, আমন চৌহান।
স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন-যুধাজিৎ গুহ, লক্ষ্ণণ, বিকে কিশোর, অলঙ্কৃত রাপোল এবং অর্ণব বুগ্গা।
অস্ট্রেলিয়া সফরে ভারতের সূচি-
২১ সেপ্টেম্বর-প্রথম ওয়ানডে
২৪ সেপ্টেম্বর-দ্বিতীয় ওয়ানডে
২৬ সেপ্টেম্বর - তৃতীয় ওয়ানডে
৩০ সেপ্টেম্বর-৩ অক্টোবর -প্রথম যুব টেস্ট
৭ অক্টোবর-১০ অক্টোবর-দ্বিতীয় যুব টেস্ট
আরও পড়ুন: ভীষণ উত্তেজিত, পন্থের পরামর্শ নিয়েই ওভালে নামবেন জুরেল
