আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি বলিউড অভিনেত্রী অভনীত কৌরের ইনস্টাগ্রাম ছবিতে লাইক দিয়ে বিতর্কের কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি। এবার উইম্বলডনে ফের একসঙ্গে দেখা গেল কোহলি ও অভনীতকে। তা নিয়ে চলছে চর্চা।
সেন্টার কোর্টের রয়্যাল বক্সে বসে নোভাক জকোভিচের ম্যাচ দেখছিলেন বিরাট ও অনুষ্কা। কোহলিকে সিরিয়াস দেখায়। তা নিয়ে ইন্টারনেটে মিম বেরোয়। অনেকেই প্রশ্ন করেন, কোহলিকে এতটা হতাশ দেখাচ্ছে কেন।
উইম্বলডন উপভোগ করছেন অভনীত, সেই ছবিও তিনি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন। বিরাট-অনুষ্কার উইম্বলডনে উপস্থিত হওয়া আর অভনীতেরও টেনিসের মেগা শো উপভোগ করার ছবি দেখতে পাওয়ায় অনেকেরই প্রশ্ন তবে কি অভনীত ও কোহলি একইসঙ্গে উইম্বলডনে খেলা দেখছেন?
আইপিএল চলাকালীন অভনীতের একটি ইনস্টাগ্রাম পোস্টে বিরাট লাইক দিয়ে ফেলেন। যদিও বিরাট অস্বীকার করেন। বিরাটের সেই লাইক নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম চর্চা হয়নি। সেই চর্চা থামাতে ভারতীয় ক্রিকেট তারকাকে লম্বা এক পোস্ট লিখে ব্যাখ্যা দিতে হয়।
এই ঘটনায় সরাসরি উপকৃত হন অভনীত। রিয়্যালিটি শো 'ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার্সের মাধ্যমে কেরিয়ার শুরু করা অভনীতের ব্র্যান্ড ভ্যালু আচমকাই বেড়ে যায়। উইম্বলডনে উপস্থিত থাকা নিয়ে ফের একবার শিরোনাম হলেন অভনীত।
