আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে অবিক্রিত ছিলেন। জোটেনি কোনও দল। কোটিপতি লিগে খেলা না হলেও, অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হতে চলেছে স্টিভ স্মিথের। 'দ্য হান্ড্রেড ২০২৫' এ হাতেখড়ি হবে অস্ট্রেলিয়ার অন্তর্বর্তী অধিনায়কের। রিটেনশনের ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। ১২ মার্চ ড্রাফটের আগে ফ্রাঞ্চাইজিরা তাঁদের কোর দল গুছিয়ে নিয়েছে। আট দলের ১০জন করে প্লেয়ার রিটেন করার সুযোগ ছিল। এদিনের সবচেয়ে বড় খবর, অস্ট্রেলিয়ার সুপারস্টার এবং প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলের অন্তর্বতী অধিনায়ক স্টিভ স্মিথের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করা।
এই প্রথমবার এই লিগে খেলবেন স্মিথ। ওয়েলস ফায়ারের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। নতুন যাত্রা সম্বন্ধে স্টিভ স্মিথ বলেন, 'আমি এতদিন দূর থেকে হান্ড্রেড দেখেছি। এবার যার অঙ্গ হতে পারব ভেবে উত্তেজিত। দেখে মনে হচ্ছে খুব মজা হবে। অবশ্যই বিশ্বমানের ক্রিকেট। প্রত্যেক দলে প্রতিভা রয়েছে।' আফগানিস্তানের রশিদ খান এবং অস্ট্রেলিয়ার মহিলা দলের প্রাক্তন অধিনায়ক মেঘ ল্যানিং ওভালে ইনভিনসিবলসের হয়ে খেলবেন। এবার একজন ইংল্যান্ডের প্লেয়ারের পাশাপাশি তিন বিদেশি প্লেয়ার ধরে রাখার নিয়ম ছিল। যারা গতবছর এই লিগে খেলেনি, তাঁদেরও এবার সরাসরি সই করানোর নিয়ম ছিল। যার ফলে নতুন বিদেশি নেওয়ার সুযোগ ছিল দলগুলোর।
