আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজের চেয়েও গুরুত্ব বেশি আইপিএলের! এটা ঘটনা, অ্যাশেজের মাঝপথে আইপিএলের নিলামে যাওয়ার অনুমতি চাইলেন ড্যানিয়েল ভেট্টরি।
অস্ট্রেলিয়ার সহকারী কোচ ভেট্টরি। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাডিলেড টেস্ট। আর ১৬ ডিসেম্বর আবুধাবিতে আইপিএলের মিনি নিলাম।
প্রসঙ্গত, সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ভেট্টরি। নিলামে তাঁর অংশ নেওয়ার কথা। এটা ঘটনা, হায়দরাবাদের অধিনায়ক আবার প্যাট কামিন্স। দলে আছেন ট্রাভিস হেডের মতো ক্রিকেটার। এক ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে অনুমতি চেয়েছেন ভেট্টরি।
প্রসঙ্গত, নিলামে ২৫ কোটি ৫০ লক্ষ টাকা নিয়ে নামবে হায়দরাবাদ। তবে পাঞ্জাব কিংসের হেড কোচ রিকি পন্টিং নিলামে যাচ্ছেন না। তিনি অ্যাশেজের ধারাভাষ্য দেবেন। জানা গেছে, পন্টিংয়ের পরিবর্তে অধিনায়ক শ্রেয়স আইয়ার থাকবেন নিলামের টেবিলে।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মুল্লানপুরে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। কটকে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে উড়িয়ে দিয়েছেন সূর্যকুমার যাদবরা।
এটা ঘটনা, ২০২৫ আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ হয়েছে মুল্লানপুরে। মহিলাদেরও কয়েকটি ম্যাচ হয়েছে। সেই মাঠেই ছেলেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। পরিসংখ্যানের দিকে তাকালে বলতে হবে, মুল্লানপুরের মাঠে প্রচুর রান হয়। এর অর্থ ব্যাটিং সহায়ক বাইশ গজ। এই মাঠ আবার শুভমান গিল, অভিষেক শর্মা আর অর্শদীপ সিংয়ের ঘরের মাঠ। শুভমান আর অভিষেক দু’জনেই প্রথম ম্যাচে রান পাননি। ঘরের মাঠে দু’জনেই বড় রানের লক্ষ্য নিয়ে নামছেন। যা পরিস্থিতি, তাতে দ্বিতীয় ম্যাচে সম্ভবত কোনও বদল হচ্ছে না। অর্থাৎ জসপ্রীত বুমরা আর অর্শদীপের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। শিবম দুবেও থাকছেন। দুই স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। চিন্তা শুধু একটাই। টপ অর্ডারের রানে ফেরা।
তবে সঞ্জু স্যামসনকে এই ম্যাচেও প্রথম একাদশে দেখতে পাওয়ার সম্ভাবনা কম। ব্যাটার ও উইকেটরক্ষক হিসেবে হয়ত জীতেশ শর্মাই খেলবেন।
চণ্ডীগড়ে এরকম হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
গতবার ফাইনালে উঠেছিল পাঞ্জাব। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। যদিও বেশিরভাগ ক্রিকেটারকেই ধরে রেখেছে তারা। খুব বেশি হলে দুটো ক্রিকেটার নিলেই হয়ত হয়ে যাবে পাঞ্জাবের।
