আজকাল ওয়েবডেস্ক: দিমুথ করুণারত্নের শেষ ম্যাচ ছিল। বিদায়ী ম্যাচে করুণারত্নের হাতে যখন বল তুলে দেওয়া হল, তখন অস্ট্রেলিয়া ম্যাচ জিতে বসে রয়েছে। জেতার জন্য মাত্র তিন রান দরকার। করুণারত্নের চার বলেই কাজ শেষ। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। ১৪ বছরের অপেক্ষার অবসান হল অজিদের। 

গলে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। ২-০-এ সিরিজ জিতে নিলেন স্মিথরা। 

বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতকে বিধ্বস্ত করে দ্বীপরাষ্ট্রে এসেছিল অস্ট্রেলিয়া। সেখানেও অজিদের প্রাধান্য দেখা গেল। 

প্যাট কামিন্স ছিলেন না এই সিরিজে। ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউডও চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। তবুও স্টিভ স্মিথের নেতৃত্ সিরিজ জিতল অস্ট্রেলিয়া। 

দুই টেস্টে দু'টি সেঞ্চুরি করে ম্যান অব দ্য সিরিজ স্টিভ স্মিথই। রিকি পন্টিংকে (১৯৬) ছাপিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার সফলতম ফিল্ডার এখন থেকে স্টিভ স্মিথই। কুশল মেন্ডিসের ক্যাচ ধরে ২০০ ক্যাচ ধরেন স্মিথ। 

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৩১ রানে। টার্গেট ৭৫ রান করতে বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়ার। ট্রাভিস হেডের উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় অজিরা। অপরাজিত থেকে যান উসমান খোয়াজা (২৭)ও লাবুশেন (২৬)। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শেষ হল এই সিরিজ দিয়ে। এবার ফাইনাল। সেই ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।