আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। লর্ডসে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র জোগাড় করতে পারেনি ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ। এই দুই দেশের লড়াই সেরা বক্স অফিস বলাই যায়। সেই ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সবাইকে একপ্রকার অবাক করে দিয়েই দক্ষিণ আফ্রিকা ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে। 

ফাইনালে ভারতকে কি মিস করছেন কামিন্স? অজি অধিনায়ক বলছেন, ''কিছু কিছু ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে খেলার প্রত্যাশা করতেই পারি। ঘরের মাঠে দারুণ শক্তিশালী ইংল্যান্ড। নিউজিল্যান্ড সবসময়ে ফাইনালে  যাওয়ার চেষ্টা করে। আইসিসি ইভেন্টে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে।'' 

তবে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ক্রিকেট বিশ্বে অন্য কথা প্রচলিত রয়েছে। তারা চিরকালের চোকার্স। এবার কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ছবিটা বদলাতে পারবে দক্ষিণ আফ্রিকা? 

কামিন্স বলছেন, ''টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে বেশি দেখা যায় না। তবে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল থেকে আলাদা। এটা ভাল।'' 

দক্ষিণ আফ্রিকাকে দল হিসেবে গুরুত্ব দিচ্ছেন কামিন্স। আলাদা করে প্রশংসিত হচ্ছেন স্পিনার কেশব মহারাজ। কামিন্স বলছেন, ''ওদের অনেকেই অপরিচিত। ওদের বিরুদ্ধে খুব বেশি খেলিনি আমরা। তবে ফাইনালে দলে ভারসাম্য আনতে হবে।''