আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফিতে ব্যর্থ হলেও বিরাট কোহলির উপর আস্থা হারাচ্ছেন না প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। এটা ঘটনা প্রাক্তন ভারত অধিনায়কের কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড বেশ উজ্জ্বল।
সদ্য সমাপ্ত বর্ডার গাভাসকার ট্রফিতে পারথ টেস্টে একটি শতরান করেছিলেন। তারপর বাকি চারটি টেস্টে ব্যর্থ। রান করেছেন সব মিলিয়ে ১৯০। টেস্ট কেরিয়ার নিয়ে তুঙ্গে জল্পনা। কিন্তু মাইকেল ক্লার্ক মনে করছেন বিরাটকে এখনও দরকার টিম ইন্ডিয়ার। ক্লার্ক বলেছেন, ‘বিরাট কোহলি যদি এখনই টেস্ট থেকে অবসর নেন, তাহলে ভারতীয় দলই ক্ষতিগ্রস্ত হবে। কারণ বিরাট আগামীকালই দ্বিশতরান করতে পারে। অনেক বড় ক্রিকেটার। যতদিন পারবে খেলে যাক বিরাট।’ তিনি এরপরই যোগ করেছেন, ‘আমি যদি অধিনায়ক হতাম। আর বিরাট আমার দলে থাকত। রান না পেলেও আমি ওকে দলে রেখে দিতাম। যত বেশি ও খেলতে পারে সেদিকেই নজর দিতাম।’
প্রসঙ্গত, ১২ বছর পর বর্ডার গাভাসকার ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। অস্ট্রেলিয়া ৩–১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সম্ভাবনা আর নেই। তাই এখন সাদা বলের ক্রিকেটে ফোকাস করছে ভারত। ২২ জানুয়ারি থেকে ঘরের মাঠে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। হবে পাঁচটি টি২০ ও তিনটি ওয়ানডে। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে টি২০ আন্তর্জাতিক থেকে কোহলি ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন।
