আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড সিরিজের রেজাল্ট নিয়ে দ্বিমত প্রাক্তনীদের মধ্যে। ম্যাথিউ হেডেন মনে করেন, লিডস এবং ম্যাঞ্চেস্টারে জিততে পারলে, সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। তবে ভিন্ন মত ডেল স্টেইনের। তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৩-২ এ জিতবে ইংল্যান্ড। শুক্রবার ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। লিডসের এই টেস্ট দিয়ে টিম ইন্ডিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হয়ে যাবে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট। আসন্ন সিরিজ নিয়ে একটি সাক্ষাৎকারে হেডেন বলেন, 'আমার মনে হয়, ইংল্যান্ডের বোলাররা তেমন ভাল নয়। অনেকেই অবসর নিয়েছে। তারওপর অনেকের চোট আছে। এটাই ওদের কাছে চ্যালেঞ্জ। নর্দার্ন টেস্ট ম্যাচগুলো চাবিকাঠি। সেটা জিততে পারলে, সিরিজ জেতার সম্ভাবনা থাকবে।' 

লাল বলের ক্রিকেটে ভারতের শেষ ইংল্যান্ড সফরের পর, বিপক্ষের দুই তারকা বোলার জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। চোটের জন্য প্রথম তিন টেস্টে পাওয়া যাবে না মার্ক উডকেও। প্রথম টেস্টে নেই জোফ্রা আর্চারও। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠছেন গাস আটকিনসন। অন্যদিকে তরুণ অধিনায়কের অধীনে শুরু হবে নতুন যুগ। এই দলের খুব বেশি টেস্ট অভিজ্ঞতা নেই। ভারতকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। টিম ইন্ডিয়াকে উড়িয়ে না দিলেও, ইংল্যান্ডকে এগিয়ে রাখলেন স্টেইন। বলেন, 'তরুণ দল। আমার মনে হয়, ইংল্যান্ড সিরিজ জিতবে। তবে ভারত লড়াই করবে। একটা বা দুটো টেস্টে হয়ত ভারত জিতবেও। সবকটা ম্যাচ কঠিন হবে। তবে সব ম্যাচের রেজাল্ট হবে। আমার মতে, ইংল্যান্ড ৩-২ এ জিতবে। তবে সেটা যথেষ্ঠ কঠিন হবে।' সঞ্জয় মঞ্জরেকর এবং দীপ দাশগুপ্তও মনে করেন, ইংল্যান্ড সিরিজ জিতবে। তবে মেনে নিলেন, ভারতীয় দল কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে।