আজকাল ওয়েবডেস্ক: যশপ্রীত বুমরার দাপটে পারথ টেস্টের দ্বিতীয় দিন মাত্র ১০৪ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রান অজিদের। ৪৩ বছরের ইতিহাসে প্রথম। এর আগে ১৯৮১ সালে এমসিজিতে ৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেটাই নিজেদের মাঠে ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন রান। তার আগে ১৯৪৭ সালে সিডনিতে ১০৭ রান করেছিল অস্ট্রেলিয়া। ১৯৭৮ সালে সিডনিতেই ১৩১ রানে শেষ হয় অজিদের ইনিংস। ১৯৯২ অ্যাডিলেডে ১৪৫ রান করেছিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্টে এগুলোই অজিদের পাঁচ সর্বনিম্ন স্কোর। ২০০০ সাল থেকে সব দলের বিরুদ্ধে টেস্ট ঘরের মাঠে এটা অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বনিম্ন রান। এর আগে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। তার আগে ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৮ রান করে। 

পারথে বুমরার সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা‌। ৩০ রানে ৫ উইকেট তুলে নেন। টেস্টে এই নিয়ে ১১ বার পাঁচ উইকেট নিলেন ভারতীয় পেসার। তাঁর দাপটে প্রথম ইনিংসের শেষে ৪৬ রানের লিড নেয় ভারত। প্রথম দিনের শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৬৭। ৫২তম ওভারে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। শনিবার নিজের প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন বুমরা। বাকি উইকেট পড়তে বেশি সময় লাগেনি। অভিষেকেই নজর কাড়েন হর্ষিত রানা। ৪৮ রানে ৩ উইকেট তুলে নেন। তারমধ্যে রয়েছে নাথান লিয়ন এবং মিচেল স্টার্কের গুরুত্বপূর্ণ উইকেট। স্টার্ক এবং হ্যাজেলউডের মধ্যে পার্টনারশিপ ভাঙেন কেকেআরের পেসার। শেষ উইকেটে ২৫ রান যোগ করে এই জুটি। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ রান স্টার্কের। ২৬ করেন তারকা পেসার। প্রথম ইনিংসের লিড কাজে লাগিয়ে পারথ টেস্টে জেতার সেটা করবে টিম ইন্ডিয়া।