আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপকে কেন্দ্র করে বিতর্কের শেষ নেই। হ্যান্ডশেক বিতর্ক এখনও শেষ হয়নি, তারই মধ্যে উঠে এল আরও একটি সমস্যা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন সূর্যকুমার যাদব। হ্যান্ডশেক বির্তক দিয়ে শুরু। যা বৃহত্তর আকার নেয়। এমন পর্যায় পৌঁছয়, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করার কথা ভাবে পাকিস্তান। পিসিবির সঙ্গে মধ্যস্থতায় এসেছে আইসিসি। তাঁদের কথা মেনে পাকিস্তানের ম্যাচ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যান্ডি পাইক্রফটকে। পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচে রিচি রিচার্ডসনকে রাখা হয়েছে। পরবর্তী ম্যাচগুলোতে পাইক্রফটকে রাখা হবে কিনা সেই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু তাতেও সমস্যার শেষ নেই। আরও একটি নতুন ঝামেলার সূত্রপাত।
জানা গিয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ জানায় বিসিসিআই এবং পিসিবি। এবার একটি দাবি করে বসেন সূর্যকুমার যাদব। স্পষ্ট জানিয়ে দেন, যদি ভারত চ্যাম্পিয়ন হয়, পিসিবির চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির হাত থেকে পুরস্কার নিতে চায় না তাঁরা। এই বার্তা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। এইধরনের সিদ্ধান্ত সময় থাকতে নেওয়ার কথা জানায় পাকিস্তানও। যাতে পরবর্তীতে টুর্নামেন্ট চলাকালীন লজ্জায় না পড়তে হয় তাঁদের।
সূত্রের খবর অনুযায়ী, ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো মেনে নিতে পারেননি নাকভি। জানান, এটা প্রটোকলের বিরুদ্ধে। এই সিদ্ধান্ত আগে নেওয়া হলে তিনি মেনে নিতেন। এর মধ্যে জড়িয়ে পড়েন রিকি পন্টিংও। সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। দাবি করেন, হ্যান্ডশেক কাণ্ড নিয়ে তাঁর ওপর মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে সরাসরি ড্রেসিংরুমের দিকে হাঁটা মারে ভারতীয় ক্রিকেটাররা। এই ঘটনার পরপরই শোনা যায়, পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে করমর্দন না করায়, ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করেন পন্টিং। এক্স হ্যান্ডেলে জানানো হয়, স্কাই স্পোর্টসে একটি মন্তব্য করেন অজি তারকা। পন্টিং বলেন, 'এই ম্যাচ সারাজীবন মনে থাকবে। ভারতকে হেরো দল হিসেবে মনে থাকবে। ম্যাচ শেষে পাকিস্তানের প্লেয়াররা হাত মেলাতে চেয়েছিল। যার ফলে জেন্টলম্যানস গেমে চ্যাম্পিয়ন পাকিস্তান। কার্যত ভারতেরই হার হয়েছে।' পন্টিং দাবি করেন, এই ধরনের কোনও মন্তব্য তিনি করেননি।
