আজকাল ওয়েবডেস্ক: জোড়া টেস্ট হারের পর তৃতীয় টেস্ট জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে। দ্বিতীয় দিনের শেষে ১৪৩ রানে এগিয়ে নিউজিল্যান্ড। শেষ জুটি ব্যাট করছে। আশা করা যাচ্ছে জয়ের জন্য ১৫০ রানের আশেপাশে তাড়া করতে হবে টিম ইন্ডিয়াকে। ভারতীয় ফ্যানরা আশার আলো দেখলেও, তাঁদের মনে চিন্তা ঢুকিয়ে দিলেন রবিচন্দ্রন আশ্বিন। ভারতীয় অফস্পিনারের দাবি, ওয়াংখেড়ের পিচে চতুর্থ ইনিংসে দেড়শো রান তাড়া করে জেতা সহজ হবে না। অশ্বিন বলেন, 'আশা করছি স্কোরবোর্ডে আর বেশি রান যোগ হবে না। আর কয়েক রানের মধ্যেই আমরা ওদের গুটিয়ে দিতে পারব। আমরা রান বাঁচাতে পারলে, ব্যাট করতে নেমে আমাদেরই সুবিধা হবে। এই পিচে দেড়শো রান তাড়া করা সহজ হবে না। আমাদের খুব ভাল ব্যাট করতে হবে।'
মুম্বইয়ের পিচের চরিত্র সচরাচর এরকম হয় না। লাল মাটির পিচে সেইভাবে বাউন্স নেই। যা দেখে অবাক ভারতীয় অফস্পিনার। অশ্বিন বলেন, 'আমি আরও বাউন্স আশা করেছিলাম। কিন্তু পিচ খুবই মন্থর। যা আমাকে অবাক করেছে। সচরাচর মুম্বইয়ের পিচ এমন হয় না। এই পিচ অনেক স্লো।' উইকেটের দুই প্রান্তে বিপরীত চরিত্র। যা ব্যাটারদের সমস্যায় ফেলছে। একদিকের উইকেট কিছুটা পাটা। সেখানে বাউন্স কম। সেই কারণেই অশ্বিন মনে করছেন, ভারতীয় ব্যাটারদের জন্য কাজটা সহজ হবে না। ফিল্ডার হিসেবে খুব সুনাম না থাকলেও, এদিন দুর্দান্ত ক্যাচ নিয়ে ড্যারেল মিচেলকে ফেরান। এই প্রসঙ্গে অশ্বিন বলেন, 'আমার ফিল্ডিং নিয়ে সমালোচনা হলেও, আমার মনে হয় না আমি খুব বেশি ক্যাচ ফেলেছি। আমার নিজের ওপর আস্থা ছিল। তবে আমি ভাবছিলাম, এই ক্যাচটা এমনিতেই ধরতে পারব না। আমি বলের কাছাকাছি পৌঁছতে চেয়েছিলাম।' ব্যাটিং বিপর্যয় কাটিয়ে জয়ে ফিরতে পারেন কিনা রোহিতরা সেটাই দেখার।
