আজকাল ওয়েবডেস্ক: বেশ জমে গিয়েছে ব্রিসবেন টেস্ট। ইংল্যান্ডের তোলা ৩৩৪ রানের জবাবে দিন–রাতের টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার রান প্রথম ইনিংসে ৩৭৮/৬। স্মিথরা এগিয়ে ৪৪ রানে।
প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ৩২৫/৯। শুক্রবার স্কোরবোর্ডে আর মাত্র ৯ রান যোগ করেন ব্রিটিশরা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জো রুট। তাঁর ১৩৮ রানের ইনিংসে রয়েছে ১৫টি চার এবং ১টি ছয়। জফ্রা আর্চার করেন ৩৬ বলে ৩৮ রান। ২টি করে চার এবং ছয় মারেন তিনি। দশম উইকেটের জুটিতে ইংল্যান্ড যোগ করে ৭০ রান। ৭৫ রানে ৬ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।
জবাবে শুরুটা ভাল করে অস্ট্রেলিয়া। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো ব্রিসবেনেও অস্ট্রেলিয়ার ইনিংস শুরু করেন ট্রাভিস হেড। তবে হেড তুলনায় এবার সাবধানী ছিলেন। তবে রান তোলার গতি বজায় রাখেন। ৪৩ বলে ৩৩ রান করে আউট হন ব্রাইডন কার্সের বলে। মারেন ৩টি চার এবং ১টি ছয়। তবে মারমুখী ছিলেন অপর ওপেনার জ্যাক ওয়েদারাল্ড এবং তিন নম্বরে নামা লাবুসেন। মাত্র ৭৮ বলে ৭২ করেন ওয়েদারাল্ড। মারেন ১২টি চার ও একটি ছয়। লাবুসেন করে যান ৭৮ বলে ৬৫। ইনিংসে ছিল নয়টি চার ও একটি ছয়। রান পেয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ (৬১) ও ক্যামেরুন গ্রিন (৪৫)। জস ইংলিস করেন ২৩। অ্যালেক্স ক্যারিও আক্রমণাত্মক ব্যাটিং করছেন। দ্বিতীয় দিনের শেষে অপরাজিত আছেন ৪৬ রানে। তাঁর ইনিংসে রয়েছে পাঁচটি চার। তাঁর সঙ্গে উইকেটে রয়েছেন মিকেল নাসের। অপরাজিত ১৫ রানে।
ইংরেজ পেসারদের মধ্যে ব্রাইডন কার্স নিয়েছেন তিন উইকেট। অধিনায়ক বেন স্টোকস পান দুই উইকেট।
