আজকাল ওয়েবডেস্ক: অ্যাডিলেড টেস্টেও জাঁকিয়ে বসল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড রীতিমতো ধুঁকছে। ২১৩ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছেন স্টোকসরা। খেলছেন অধিনায়ক বেন স্টোকস (৪৫) ও জফ্রা আর্চার (৩০)।
দুই ওপেনার জ্যাক ক্রলি (৯) ও বেন ডাকেট (২৯) রান পাননি। অলি পোপ (৩), জো রুট (১৯) ব্যর্থ। ৪২ রানের ভিতরেই ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ব্রিটিশরা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন হ্যারি ব্রুক (৪৫) ও অধিনায়ক বেন স্টোকস। ব্রুক ফিরে গেলে জেমি স্মিথকে (২২) নিয়ে হাল ধরার চেষ্টা করেন স্টোকস। কিন্তু স্মিথও বেশিক্ষণ টেকেননি। ১৬৮ রানে একসময় ৮ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের। ফলোঅনের ভ্রুকুটি তাড়া করছিল। তখনই আর্চারকে নিয়ে রুখে দাঁড়ান স্টোকস।
অজি বোলারদের মধ্যে সেরা ছিলেন চোট সারিয়ে ফেরা অধিনায়ক প্যাট কামিন্স। তিনি ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নিয়েছেন স্কট বোলান্ড ও নাথান লায়ন। একটি উইকেট ক্যামেরন গ্রিনের।
এর আগে দ্বিতীয়দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩৭১ রানে। ব্যাট হাতে ফের কামাল দেখান মিচেল স্টার্ক। তিনি ৫৪ রান করেন। এর আগে প্রথমদিন শতরান করেছিলেন অ্যালেক্স ক্যারি (১০৬)। উসমান খোওয়াজা করেছিলেন ৮২। ইংরেজ বোলারদের মধ্যে আর্চার পেলেন ৫ উইকেট। দুটি করে উইকেট ব্রাইডন কার্স ও উইল জ্যাকসের।
এখনও ১৫৮ রানে এগিয়ে অজিরা। ম্যাচের বাকি আরও তিনদিন। যা পরিস্থিতি এই টেস্টেও অ্যাডভান্টেজ অজিরা। অ্যাশেজে ২–০ এগিয়ে রয়েছে তারা। অ্যাডিলেডে জিতলেই অ্যাশেজ ফের পকেটে কামিন্সদের।
এদিকে, অ্যাডিলেড টেস্টে বিতর্ক। অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম দিন শতরান করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। তবে তাঁর ইনিংসে তৃতীয় আম্পায়ারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সেই নিয়ে এবার হস্তক্ষেপ করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের যে রিভিউ নষ্ট হয়েছিল তা ফিরিয়ে দিল তারা। ক্ষমা চেয়ে নিয়েছে প্রযুক্তির নির্মাতা সংস্থাও।
প্রথম দিনের খেলা শেষের পর ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম এবং ম্যানেজার ওয়েন বেন্টলি কথা বলেন ম্যাচ রেফারি জেফ ক্রো–র সঙ্গে। আইসিসি–কেও অনুরোধ করেন প্রযুক্তি খুঁটিয়ে দেখতে। সেই আবেদনে সাড়া দেয় আইসিসি। প্রযুক্তি নির্মাতারা ক্ষমা চাওয়ার পর ইংল্যান্ডকে ওই রিভিউ ফিরিয়ে দিয়েছে আইসিসি। ক্যারি শতরান করে অস্ট্রেলিয়াকে ভাল জায়গায় পৌঁছে দেন।
