আজকাল ওয়েবডেস্ক: দাদারা বিশ্বচ্যাম্পিয়ন। ভাইরাও সেই পথেই এগোচ্ছিল। অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে রেকর্ড ছ'বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারও খেতাব ঘরে নিয়ে যাওয়ার দিকেই এগোচ্ছিল তারা। কিন্তু আফ্রিকার সিংহরা যে জেগে উঠবে, তার বিন্দুবিসর্গ কি আঁচ করতে পেরেছিলেন কেউ?
চিলির রাজধানী সান্তিয়াগোতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ ফাইনালে আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো খেতাব জিতে নিল মরক্কো। দাদাদের বিশ্বকাপে যে মরক্কো রীতিমতো ছাপ ফেলেছিল। সেই তারাই জিতে নিল বড়দের অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ।
আরও পড়ুন: ১৭৬.৫ কিমি বেগে বল স্টার্কের! ইতিহাসের দ্রুততম ডেলিভারিটাই কি রোহিতকে করলেন অজি পেসার? ...
আর্জেন্টিনা দুর্দান্ত গতিতে এগোচ্ছিল টুর্নামেন্টে। টানা ছ'টি ম্যাচ জিতে নীল-সাদারা দুদ্দাড়িয়ে ফাইনালে পৌঁছেছিল। সবাই ধরেই নিয়েছিলেন বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনাই। কিন্তু বিধি বাম মেসির ভাইদের। ম্যাচ নিয়ন্ত্রণ করছিল আর্জেন্টিনা। মরোক্কোর গোল লক্ষ্য করে ২০ট শট নিয়েছিলেন আর্জেন্টাইনরা। তবুও গোলের দেখা মেলিনি।
কিন্তু মরক্কো যখনই বলের দখল নিয়েছে, তখনই তারা সমস্যায় ফেলেছে আর্জেন্টিনাকে। প্রথমার্ধেই এসেছে দুটো গোল।
ফ্রি কিক থেকে গোল করেন জাবিরি। খেলা তখন মাত্র ১২ মিনিট গড়িয়েছে। প্রথমে গোল হজম করলেও আর্জেন্টিনা কিন্তু ম্যাচে ফেরার অনেক সময় পেয়েছিল। কিন্তু দিনটা যে ছিল মরক্কোর। গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকও কম ছিল। মরক্কোর দিকেই ঝুঁকে ছিলেন সবাই।
২৯ মিনিটে জাবিরি দ্বিতীয় গোলটি করেন। দুই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিল। কিন্তু মরক্কোর রক্ষণ ভাঙা সম্ভব হয়নি। ফাইনালে ওঠার পথে আর্জেন্টিনার সামনে যে দল পড়েছে, তাদেরই মাটি ধরিয়েছে। সেই আর্জেন্টিনা ফাইনালে থেমে গেল। মরক্কো নতুন অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ফেভারিট দলকেও মাটি ধরানো যায়, তা দেখিয়ে দিল মরক্কো।
আরও পড়ুন: বিশ্বকাপে হারের হ্যাটট্রিক, জেতা ম্যাচ মাঠে ফেলে শেষ চারের রাস্তা আরও কঠিন হল স্মৃতি মান্ধানাদের
