আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল জার্সিতে খেলার সাময়িক ছাড়পত্র পেয়েছেন আনোয়ার আলি। কেরলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে ফেলেছেন। শুক্রবার ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে নামবেন। কিন্তু জট এখনও কাটেনি। আবার নতুন করে শুনানি হবে এবং রায় দেবে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। ৩০ সেপ্টেম্বর সেই শুনানি হওয়ার কথা ছিল। তাতে আনোয়ারের শাস্তি অবধারিত ছিল। কিন্তু ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির আইনজীবী শুনানি পিছনোর আবেদন করেছে। কলকাতার প্রধানের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট দিনে তাঁদের আইনজীবী উপস্থিত থাকতে পারবে না। ব্যক্তিগত কারণ দেখিয়ে শুনানির তারিখ পিছনোর আর্জি জানায় দিল্লি এফসির আইনজীবী। তাঁদের আবেদন মেনে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
পুজোর পর ১৪ অক্টোবর বিকেল পাঁচটায় শুনানি হওয়ার কথা। কিন্তু সেই তারিখও পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন আনোয়ারের আইনজীবী। চিঠি দিয়ে শুনানি নভেম্বরের শুরুতে করার আবেদন জানানো হয়েছে। জানানো হয়েছে, ৮ অক্টোবর আনোয়ারের আইনজীবীর শিরদাঁড়ায় অস্ত্রোপচার হবে। তার পরের চার সপ্তাহ তিনি উঠে বসতে পারবেন না। সেই কারণ দেখিয়েই নভেম্বরে শুনানি পিছনোর দাবি জানায় আনোয়ারের আইনজীবী। তবে আর শুনানির তারিখ পিছিয়ে দিতে চায় না ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। নির্দিষ্ট দিন, অর্থাৎ ১৪ অক্টোবর শুনানি হবে। ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, কেউ উপস্থিত না থাকতে পারলে, তাঁর পরিবর্তে বিকল্প ব্যবস্থা করতে হবে। ইস্টবেঙ্গলে খেলার সাময়িক ছাড়পত্র পেলেও, শাস্তির প্রকোপ থেকে পুরোপুরি বাঁচতে পারবেন না আনোয়ার। সেই কারণেই কি তারিখ পিছিয়ে দেওয়ার চেষ্টায় ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির আইনজীবীরা? যাতে লাল হলুদ জার্সিতে আরও বেশি সংখ্যক ম্যাচ খেলতে পারে আনোয়ার? এবার কোন দিকে এগোয় আনোয়ার ইস্যু, সেটাই দেখার।
