আজকাল ওয়েবডেস্ক: পুজো শেষ হতেই স্বস্তি ইস্টবেঙ্গল শিবিরে। ডার্বিতে পাওয়া যাবে আনোয়ার আলিকে। শনিবার আইএসএলের প্রথম বড় ম্যাচে লাল হলুদ জার্সিতে নামতে কোনও বাধা রইল না তরুণ ডিফেন্ডারের। পিছিয়ে গেল আনোয়ারের শুনানি। সোমবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি ছিল। কিন্তু সেটা স্থগিত রাখা হল। ২২ বা ২৩ অক্টোবর হতে পারে শুনানি। কিন্তু হঠাৎ কেন শুনানি পিছিয়ে দেওয়া হল? নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে, আসন্ন ডার্বির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলের প্রথম ডার্বিতে খেলতে পারেন আনোয়ার। তবে সূত্রের খবর, আনোয়ারের আইনজীবীর অনুপস্থিতির কারণেই শেষপর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়া হয়।
মোহনবাগানের চুক্তি বাতিল করে ইস্টবেঙ্গলে সই করায় আগেই আনোয়ারকে শাস্তি দেয় ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল ক্লাব, আনোয়ার আলি এবং দিল্লি এফসি। আগের সিদ্ধান্ত বাতিল করে নতুনভাবে শুনানির নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। কিন্তু পিঠের অস্ত্রোপচারের জন্য সময় চেয়ে নেয় আনোয়ারের আইনজীবী। ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে শুনানি পিছিয়ে দেওয়া হয় ১৪ অক্টোবর। এরপরও তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন জানায় আনোয়ারের আইনজীবী। ফেডারেশন জানিয়েছিল, আর কোনওভাবেই শুনানি পিছনো হবে না। কিন্তু ফের শুনানি পিছিয়ে দেওয়া হল। আগামী সপ্তাহে হবে এই শুনানি।
