আজকাল ওয়েবডেস্ক: প্রথম ওয়ানডেতে একসময়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ৫.১ ওভারে ইংল্যান্ডের স্কোর ১০ রানে ৪ উইকেট। ইংরেজদের ৮ ব্যাটার মিলে তোলেন মাত্র ২৫ রান। এর পরেও ইংল্যান্ড করেছিল ২২৩ রান। সৌজন্যে হ্যারি ব্রুক। তিনি ১০১ বলে করেন ১৩৫ রান। ন'টি চার ও এগারোটি ছক্কায় সাজানো ছিল ব্রুকের ইনিংস। এক ওভারে মারেন তিনটি ছক্কা। ৮২ বলে সেঞ্চুরি করেন। ম্যাচটা জিতেছিল নিউজিল্যান্ড। কিন্তু হ্যারি ব্রুককে মনে রাখবেন সবাই। 

এবার আরও একটি ওয়ানডেতে হার মানল ইংল্যান্ড-বাহিনী। সিরিজের দ্বিতীয় ম্যাচে কিউয়িদের কাছে পাঁচ উইকেটে হার মানে ইংরেজরা। চলতি সিরিজে ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা চলছেই। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ৩৬ ওভারে ১৭৫ রানে অল আউট হয়ে যায়। এই রান তাড়া করা নিউজিল্যান্ডের কাছে কিছুই নয়। ৩৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে ২-০-এ এগিয়ে গেল কিউয়িরা। সেই সঙ্গে সিরিজও জিতে নিল। 

ওয়ানডে ফরম্যাটে দীর্ঘ  ১২ বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ঘরের মাঠে কিউয়িরা জয় হাসিল করল ১৭ বছর পর। ফলে বোঝাই যাচ্ছে ওয়ানডে ফরম্যাটে পিছিয়ে পড়ছে ইংল্যান্ড ব্রিগেড। তাদের খারাপ সময় আর কাটছে না। ২০২৩ বিশ্বকাপের পর ২৫ ম্যাচ খেলে ফেলেছে ইংল্যান্ড। এটি তাদের ১৭-তম হার। হেরে যাওয়া ম্যাচে ইংল্যান্ডের প্রাপ্তির খাতায় একটিই নাম। সেই নাম হল জোফ্রা আর্চার। তাঁর বোলিং একমাত্র ইংল্যান্ডের ইতিবাচক দিক। 

আরও পড়ুন: রোহিতের বিরল রেকর্ড, ‘‌বৃদ্ধ’‌ বয়সে শীর্ষে উঠে নয়া নজির গড়লেন হিটম্যান ...

শুরু থেকেই আর্চার-ঝড় আছড়ে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে। প্রথম ওভারেই ওপেনার উইল ইয়ংকে শূন্য রানে ফেরান আর্চার। তার পরে আর্চারের শিকার রাচিন রবীন্দ্র ও মাইকেল ব্রেসওয়েল।

১০ ওভার হাত ঘুরিয়ে ৪টি মেডেন নেন আর্চার। ২৩ রান দিয়ে তিন-তিনটি উইকেট ঝুলিতে পোরেন আর্চার। তবুও তাঁর বোলিং বিপ্লব কাজে আসেনি। রবীন্দ্র (৫৪), ড্যারিল মিচেলের (৫৬) স্যান্টনার ১৭ বলে ৩৪ রান করেন। নিউজিল্যান্ডও ম্যাচ জিতে নেয় সহজেই। কিন্তু ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে কী হল? পিচে তো জুজু ছিল না। তাহলে শুরু থেকেই উইকেট গেল কী করে? 

কিছুই ঠিকঠাক হচ্ছে না ইংল্যান্ডের। ৮১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ইংল্যান্ডের নাভিশ্বাসের অবস্থা। বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, জ্যাকব বেথেল ও জস বাটলারদের অয়ারাম-গয়ারাম ব্যাটিং দেখে তাজ্জব বনে গেলেন ইংল্যান্ডের সমর্থকরা। এতকিছুর পরেও ইংল্যান্ড আশায় ছিল যে হ্যারি ব্রুক বোঝহয় প্রথম ওয়ানডের মতো জ্বলে উঠবেন। আবার একটা সেঞ্চুরি হাঁকাবেন। কিন্তু রোজ রোজ কি অলৌকিক ইনিংস খেলা সম্ভব! ব্রুক এদিন আউট হন ৩৪ রানে। শেষ দিকে জেমি ওভারটন ৪২ রান করলে ইংল্যান্ড ৩৬ ওভারে ১৭৫ রান করতে সক্ষম হয়। তবে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। নিউজিল্যান্ড বোলারদের মধ্যে পেসার ব্লেয়ার টিকনার ৩৪ রানে ৪টি উইকেট দখল করায় ম্যাচের সেরা হন।

আরও পড়ুন: প্রথম একাদশে নেই অর্শদীপ, শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করল ভারত...