আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার নেতৃত্ব দেওয়ার স্টাইল আলাদা। যা বিরাট কোহলির সঙ্গে মেলে না। হিটম্যান সবসময় দলের সদস্যদের গাইড করে। বন্ধুর মতো মেশে। তবে তার মানে এই নয় রোহিতের মধ্যে আগ্রাসী মনোভাব নেই। কোহলির মতো আতিশয্য না থাকলেও, অধিনায়কত্বে একটা তীব্রতা আছে। যা মাঠে ফিল্ডিংয়ের সময় প্রায়ই প্রকাশ পায়। দলের প্লেয়ারদের সঙ্গে মেলামেশার একটা আলাদা ধরন আছে তাঁর। ইংল্যান্ড সিরিজ চলাকালীন রোহিতের 'বাগানে ঘুরতে এসেছো' মন্তব্য ভাইরাল হয়ে যায়। এবার চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধেও প্রথম টেস্ট চলাকালীন মেজাজ হারাতে দেখা যায় রোহিতকে। ফিল্ডিংয়ের সময় তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, 'সবাই ঘুমোচ্ছে।' সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, সেখানেই ভারত অধিনায়ককে এমন বলতে শোনা যায়। তবে কাকে বলছিলেন সেটা বোঝা যায়নি। 

প্রথম টেস্ট জয়ের মুখে ভারত। কিন্তু বিরাটের মতো ব্যাট হাতে ব্যর্থ রোহিতও। চিপকে দুই ইনিংসে দু'অক্ষরের রানে পৌঁছতে পারেননি ভারতের নেতা। ৬ এবং ৫ রান করেন। দুই ইনিংসেই রোহিতের এমন খারাপ ফর্ম সচরাচর দেখা যায় না। টেস্টে এই নিয়ে চারবার দুই ইনিংসে দু'অক্ষরের রানে পৌঁছতে পারলেন না রোহিত। বাংলাদেশের বিরুদ্ধে সাফল্য নেই তাঁর। চার টেস্ট এবং পাঁচ ইনিংসে মাত্র ৪৪ রান করেছেন। গড় ৮.৮০। সর্বোচ্চ রান ২১। তবে ক্রিকেটের সব ফরম্যাটে ওপার বাংলার দলের বিরুদ্ধে পারফরম্যান্স যথেষ্ট ভাল রোহিতের। ৩৪ ম্যাচ ৩৫ ইনিংসে তাঁর রান ১৩০৭। গড় ৪০.৮৪। সর্বোচ্চ রান ১৩৭। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতের রান ৭১১। গড় ৪১.৮২। তিনটে শতরান এবং অর্ধশতরান করেন। সর্বোচ্চ রান ১৩১।