আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আন্দ্রে রাসেল। ৩৭ বছরেই। আগেই ক্যারিবিয়ান ক্রিকেটারটি জানিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয়টিই হবে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। ২৩ জুলাই মঙ্গলবার তিনি সাবাইনা পার্কে সেই ম্যাচটি খেলে ফেললেন।
শেষ ম্যাচেও ব্যাটে ঝড় তুললেন রাসেল। করেছেন ১৫ বলে ৩৬ রান। তবে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
কেকেআরের ক্রিকেটার যখন ব্যাট করতে নামেন, তখন ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডাম জাম্পার প্রথম বলে এক রান নেন তিনি। ১৫ তম ওভারে বেন ডোয়ারশুইসকে তিনটি ছয় মারেন। পরের ওভারে জাম্পাকে একটি ছয় এবং চার মারেন। রাসেল আউট হন ১৭ তম ওভারে। তুলে মারতে গিয়েছিলেন ন্যাথান এলিসকে। বাউন্ডারির ধারে ক্যাচ ধরেন জশ ইংলিস।
টি২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৬ টি ম্যাচে ১১২২ রান করে বিদায় নিলেন রাসেল। রয়েছে ৬১টি উইকেটও। জীবনের শেষ ম্যাচে অবশ্য উইকেট নিতে পারেননি। এক ওভারে ১৬ রান দেন।
রাসেল যখন ব্যাট করতে নামছেন তখন দুই দলের ক্রিকেটাররা তাঁকে ‘গার্ড অফ অনার’ দেন। গোটা স্টেডিয়ামও হাততালি দিতে শুরু করে। রাসেল হাসিমুখে সেই অভিবাদন গ্রহণ করেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে একটি মোমেন্টো দেওয়া হয়। ম্যাচের বিরতির সময় রাসেল বলেন, ‘শেষ বার ব্যাট করতে নামার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। কিন্তু নিজের কাজটা করেছি। ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করতে নেমেছিলাম। এখনও ছয় মারতে ভাল লাগে।’ তাঁর আরও সংযোজন, ‘ছোটবেলায় সাবাইনা পার্কে খেলা স্বপ্ন ছিল। সেটা সত্যি হয়েছে। যাঁরা আমাকে সমর্থন করতে এসেছেন তাঁদের ধন্যবাদ। এই মাঠে আরও বেশি খেলা হওয়া উচিত।’ জীবনের শেষ ম্যাচে জয় চেয়েছিলেন রাসেল। তবে ইংলিস (অপরাজিত ৭৮) এবং ক্যামেরুন গ্রিনের (অপরাজিত ৫৬) সৌজন্যে আট উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: ভিলেন বৃষ্টি, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা
২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন আন্দ্রে রাসেল। তিনি জানিয়েছেন, ‘দুটো বিশ্বকাপ জয় আমার মনে সব সময় থাকবে। তবে দিন শেষে এগিয়ে যেতেই হবে। এই দলে বেশ কিছু ভাল ক্রিকেটার রয়েছে। শেফার্ড, আলজারি জোসেফ, রাদারফোর্ডরা বেশ ভাল। সাবাইনা পার্কে কেরিয়ারটা শেষ করতে পেরে দারুণ লাগছে। খেলার ফল আমাদের পক্ষে যায়নি। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার সাত মাস আগে অবসর নিলেন রাসেল। দু’মাসেরও কম সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার রাসেল এবং নিকোলাস পুরানের অবসর হল। যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও ফ্রাঞ্চাইজি লিগ খেলে যাবেন রাসেল।
এদিকে একের পর এক তারকা ক্যারিবিয়ান ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে একহাত নিয়েছেন ব্রায়ান লারা। তাঁর স্পষ্ট কথা, বোর্ডের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই বলেই ক্রিকেটাররা দেশের হয়ে খেলার আগ্রহ হারিয়ে ফেলছেন।
