আজকাল ওয়েবডেস্ক: তাঁদের বিয়ের বয়স মাত্র চার বছর। এর মধ্যেই যুজবেন্দ্র চহাল এবং ধনশ্রী বর্মার বিচ্ছেদ নিয়ে খবর ছড়িয়েছে।
এই আবহেই চহালকে এক রহস্যময়ী নারীর সঙ্গে দেখা গিয়েছে মুম্বইয়ে বলেই খবর ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।
এর মধ্যেই খবর ছড়িয়েছে, ধনশ্রীর সঙ্গে ডিভোর্স হলে চহালকে মোটা অঙ্কের খোরপোশ দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, বিবাহবিচ্ছেদ হলে চহালকে ৬০ কোটি টাকা খোরপোশ দিতে হবে ধনশ্রীকে। এই আকাশছোঁয়া অর্থের অবশ্য কোনও বাস্তব সত্যতা নেই। কারণ দু'জনের কেউই এই বিষয়ে একটি শব্দও খরচ করেননি।
তাহলে এই ৬০ কোটি টাকা খোরপোশের গল্প এল কী করে? ওয়াকিবহাল মহল মনে করছে, এ নিতান্তই কোনও ভক্তের দাবি। তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন বিবাহবিচ্ছেদ হলে চহালকে ৬০ কোটি টাকা দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবরের সত্যতা নিয়ে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে। ফলে জোর দিয়ে বলা যাচ্ছে না চহাল ও ধনশ্রীর বিচ্ছেদ হলে ৬০ কোটি টাকা খোরপোশ দিতে হবে তারকা ক্রিকেটারকে।
এই আবহেই যুজবেন্দ্র চহাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ''আপনাদের সমর্থন এবং বিশ্বাস আমাকে সব সময় অনুপ্রাণিত করে। তবে ভিত্তিহীন জল্পনা ছড়াবেন না। পরিবার আমার কাছে সব সময়ে প্রথম। আমার লক্ষ্য আমার দেশ এবং দলের হয়ে আরও ভাল পারফরম্যান্স করা।''
