আজকাল ওয়েবডেস্ক: একদিকে অব্যাহত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির জট।  অন্যদিকে, চলছে বর্ডার গাভাসকার ট্রফি। তার মধ্যেই অস্ট্রেলিয়ায় আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ২০২৫ সালের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তার এখনও মীমাংসা হয়নি। এই পরিস্থিতিতে জয় শাহের এই অস্ট্রেলিয়া সফর প্রশ্নের মুখে। গত ১ ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জয় শাহ। মাত্র ৩৬ বছর বয়সে আইসিসির চেয়ারম্যান পদে বসেছেন তিনি।

 

 

জয় শাহ পঞ্চম ভারতীয়, যিনি এই পদে নির্বাচিত হয়েছেন। দায়িত্বভার নেওয়ার পরেই ব্রিসবেনে পৌঁছেছেন শাহ। জানা গিয়েছে, সেখানে ২০৩২ ব্রিসবেন অলিম্পিক্স অর্গানাইজিং কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন জয় শাহ। ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকে যাতে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয় তা নিশ্চিত করতেই অস্ট্রেলিয়া পৌঁছেছেন তিনি।

 

 

?ref_src=twsrc%5Etfw">December 12, 2024

 

 

বৃহস্পতিবারই জয় শাহ ব্রিসবেন অলিম্পিক কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে। বৈঠকের ছবিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার জন্য আনন্দ প্রকাশ করেছেন তিনি। ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অলিম্পিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জয় শাহের উদ্যোগের প্রশংসায় ক্রিকেট মহল। জানা গিয়েঠে, ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট যেহেতু ব্রিসবেনেই হবে মাঠেও উপস্থিত থাকবেন তিনি।