আজকাল ওয়েবডেস্ক: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নতুন মরশুমের যে ক্যালেন্ডার প্রকাশ করেছে তাতে কোথাও নেই ইন্ডিয়ান সুপার লিগ। 

২০২৫-২৬ ফুটবল মরশুমের নতুন ক্যালেন্ডারে কেন রাখা হল না আইএসএল-কে, তা নিয়েই চলছে চর্চা। এর ফলে অন্য গন্ধ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা। 

ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে যে খবর ভেসে আসছে তা কিন্তু মোটেও স্বস্তি দিচ্ছে না সমর্থকদের। আইএসএলে অংশ নেওয়া একাধিক ক্লাবের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে এফএসডিএল কর্তাদের। ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক ক্লাবগুলোকে এফএসডিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্টার রাইটস এগ্রিমেন্টের ব্যাপারে পুরোদস্তুর সিদ্ধান্ত না হলে এবার আইএসএলের বলই গড়াবে না।  

আর এই কারণেই আইএসএল-কে রাখা হয়নি ফুটবল ক্যালেন্ডারে। ২০২৫-২৬-এ ডুরান্ড কাপ দিয়ে শুরু হচ্ছে পুরুষদের (সিনিয়র) মরশুম। ক্যালেন্ডার অনুযায়ী এর পরই রয়েছে সুপার কাপ। অন্যান্য বার আইএসএলের পরেই হয়ে থাকে সুপার কাপ।

ফুটবল মরশুমও শেষ হয় এই টুর্নামেন্ট দিয়েই। এবার পরিবর্তিত পরিস্থিতিতে সুপার কাপকে এগিয়ে আনা হচ্ছে। ক্যালেন্ডারে সুপার কাপ বা ফেডারেশন কাপের উল্লেখ রয়েছে। সুপার কাপকে এগিয়ে আনার পিছনের কারণ হল মরশুমের একেবারে শেষে হলে বেশি সংখ্যক দর্শক খেলা দেখতে উপস্থিত থাকেন না। তাছাড়া ক্লাবগুলো রিজার্ভ টিম পাঠায় টুর্নামেন্টে। অনেকেই একে দ্বিতীয় সারির টুর্নামেন্ট বলে মনে করেন। এবার সেই সুপার কাপকেই রাখা হয়েছে সেপ্টেম্বরে। 

বাকি টুর্নামেন্টের উল্লেখ  থাকলেও নেই আইএসএল।