আজকাল ওয়েবডেস্ক: অবশেষে শাপমুক্তির হাতছানি। বড় কোনও অঘটন না ঘটলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতার দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন আইডেন মার্করাম এবং তেম্বা বাভুমার দাপটে ইতিহাসের থেকে মাত্র ৬৯ রান দূরে প্রোটিয়ারা। প্রথম ইনিংসে শূন্যতে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শতরান। ১৫৯ বলে ১০২ রানে অপরাজিত। অন্যদিকে চোটের সঙ্গে লড়াই করে তৃতীয় দিনের শেষে ৬৫ রানে অপরাজিত বাভুমা। ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার রান ২১৩। জয়ের জন্য দরকার আর ৬৯ রান। কাগিসো রাবাডার দাপটে দুই ইনিংসেই বড় রান করতে পারেনি অস্ট্রেলিয়া। মোট ৯ উইকেট নেন প্রোটিয়া তারকা। দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্কের ৫৮ রানের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছয় অজিরা। কিন্তু মার্করাম এবং বাভুমার পার্টনারশিপ জয়ের ভীত গড়ে দেয়। তবে দলটার নাম দক্ষিণ আফ্রিকা। শেষ রান না হওয়া পর্যন্ত ভরসা নেই। টি-২০ বিশ্বকাপে জেতা ম্যাচ মাঠে ফেলে আসে প্রোটিয়ারা। তাই চালকের আসনে হলেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না দক্ষিণ আফ্রিকা জিতবেই। কারণ তাঁদের গায়ের সঙ্গে সেঁটে আছে চোকার্স তকমা।
দুই ইনিংসেই বড় রান করতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২১২ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২০৭ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে কামিন্সদের কম রানের ফায়দা তুলতে পারেনি প্রোটিয়ারা। ১৩৮ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ৬ উইকেট নেন প্যাট কামিন্স। দ্বিতীয় ইনিংসেও বল হাতে দুরন্ত রাবাডা। যার ফলে প্রথম ইনিংসে প্রোটিয়াদের কম রানের ফায়দা তুলতে পারেনি অজিরা। মিচেল স্টার্ক ৫৮ না করলে, ১৫০ রানের মধ্যে শেষ হয়ে যেত অস্ট্রেলিয়ার ইনিংস। রান তাড়া করতে নেমে তৃতীয় উইকেটে ১৪৩ রান যোগ করে মার্করাম-বাভুমা জুটি। তাঁদের ভরসায় দীর্ঘ ২৮ বছর পর আইসিসি ট্রফি জেতার স্বপ্ন দেখছে প্রোটিয়ারা।
