আজকাল ওয়েবডেস্ক:‌ দুরন্ত ইনিংস। তৃতীয় দিনের শেষে ১০২ রানে অপরাজিত আছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। প্রথমবার আইসিসি ট্রফি জিততে আর ৬৯ রান লাগবে দক্ষিণ আফ্রিকার। সঙ্গে উইকেটে রয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা (‌৬৫ অপরাজিত)‌। 


এই প্রথম কোনও দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে শতরান করলেন। টেস্টে ক্রিকেটে এটি মার্করামের অষ্টম শতরান। লর্ডসে চতুর্থ ইনিংসে শতরান করে এক নতুন নজির স্পর্শ করলেন তিনি। এর আগে লর্ডসে ভিজিটিং দলের ব্যাটারদের মধ্যে চতুর্থ ইনিংসে শতরান করার নজির রয়েছে গর্ডন গ্রিনিজ (‌১৯৮৪, বিপক্ষ ইংল্যান্ড)‌, রয় ফ্রেডরিকস (‌১৯৭৬, বিপক্ষ ইংল্যান্ড)‌, মাইকেল ক্লার্ক (‌২০০৯, বিপক্ষ ইংল্যান্ড)‌, অজিত আগরকার (‌২০০২, বিপক্ষ ইংল্যান্ড)‌ ও অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যর ডোনাল্ড ব্র‌্যাডম্যান (‌১৯৩৮, বিপক্ষ ইংল্যান্ড)‌।


টেস্টে চতুর্থ ইনিংসে তৃতীয় শতরান হয়ে গেল মার্করামের। টেস্টে চতুর্থ ইনিংসে তিনটে করে শতরানের নজির রয়েছে ইংল্যান্ডের জিওফ বয়কট, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ইংল্যান্ডের গ্রাহাম গুচের। এই তিন কিংবদন্তির সঙ্গে একাসনে বসে পড়লেন তিনি। আর টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি চারটি করে শতরানের নজির রয়েছে ভারতের সুনীল গাভাসকার ও দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথের।


এছাড়া দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ব্রুস মিচেল, গ্রেম পোলক ও জাক কালিসের নজিরও ছুঁয়েছেন মার্করাম। ইংল্যান্ডের মাঠে এক টেস্টেই শতরানের পাশাপাশি উইকেট পেয়েছিলেন মিচেল, পোলক ও কালিস। আর মার্করামও শতরানের পাশাপাশি পেয়েছেন লর্ডস ফাইনালে দুই উইকেট।