আজকাল ওয়েবডেস্ক: মেয়াদ শেষ হল রজার বিনির। ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট হিসেবে। শনিবার ১৯৮৩–র বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য রজার বিনির সত্তর বছরের জন্মদিন। লোধা আইন অনুসারে সত্তর বছর হয়ে গেলে কেউ আর বোর্ডের প্রশাসনিক পদে থাকতে পারেন না। তাই বিনিকে সরে যেতে হচ্ছে। এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পরিস্থিতি যা, তাতে বার্ষিক সাধারণ সভা এগিয়ে আনতে হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডকে!
 
 সাধারণত সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের শেষের দিকে বোর্ডের বার্ষিক সাধারণ সভা হয়ে থাকে। কিন্তু আচমকা বোর্ড সভাপতিহীন হয়ে পড়ায়, সেই প্রচলিত প্রথা এবার ভাঙতে হতে পারে বলে খবর বোর্ড সূত্রে। এটা আগেই জানা গিয়েছে যে, বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। কিন্তু বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী, পূর্বতন বোর্ড প্রেসিডেন্টের বিদায়ের পঁয়তাল্লিশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হয় বোর্ডকে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ দিনের বেশি সভাপতি পদে থাকতে পারেন না। সেই হিসেব অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসের গোড়াতেই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে রাজীব শুক্লার মেয়াদ শেষ হয়ে যাবে।
 
 অনেকেই এখন মনে করছেন, বিশেষ সাধারণ সভা ডেকে প্রেসিডেন্ট নির্বাচন করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফের বার্ষিক সভা করবে না বোর্ড। ওয়াকিবহাল মহলের অবশ্য ধারণা হল, রাজীব শুক্লা অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট থাকতে থাকতেই মেয়াদের শেষ দিকে বার্ষিক সাধারণ সভার নোটিশ জারি করে দিতে পারেন। সেক্ষেত্রে সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয়, যে কোনও একটা সপ্তাহে বার্ষিক সভা হয়ে যেতে পারে। বলা হচ্ছে, যা হবে, ২০ সেপ্টেম্বরের মধ্যে হবে। তার বেশি বোর্ড বার্ষিক সভা পিছোবে না। কারণ, এবার উৎসবের মরশুম আগে থাকতে দেশে শুরু হয়ে যাচ্ছে। নবরাত্রি সেপ্টেম্বরের শেষে। তবে বিনির স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা এখনও নাকি চূড়ান্ত কিছু হয়নি। তবে নতুন প্রথা অনুসারে গত দু’বার দেশের প্রাক্তন নামী ক্রিকেটারই বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন। এবার দেখার কী হয়? কোনও নাম অবশ্য এখনও ভেসে আসেনি। 
আরও পড়ুন: বুমরা না খেললে এই পেসারকে কাজে লাগাও, গম্ভীরকে জোর গলায় বললেন এই ক্রিকেটার
প্রসঙ্গত, ২০২২ সালে বোর্ড সভাপতি হয়েছিলেন রজার বিনি। সৌরভ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। এখন দেখার বিনির জায়গায় কে আসেন?
অন্যদিকে ভারত এখন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। সিরিজে ভারত পিছিয়ে ১–২ ব্যবধানে। তাই প্রশ্ন উঠছে বুমরা ম্যাঞ্চেস্টার টেস্ট খেলবেন কিনা তা নিয়ে। আগেই বলা হয়েছিল ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বুমরাকে তিনটির বেশি টেস্ট খেলানো হবে না। ইতিমধ্যেই দুটি টেস্ট খেলে ফেলেছেন বুমরা। যা পরিস্থিতি তাতে অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ম্যাঞ্চেস্টার টেস্টে বুমরা খেলবেন কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে তৃতীয় ও চতুর্থ টেস্টের মধ্যে অনেকটা গ্যাপ থাকায় মনে করা হচ্ছে, ম্যাঞ্চেস্টারে বুমরাকে খেলানো হলেও হতে পারে।
 
 এদিকে ২৩ জুলাই থেকে শুরু হবে ম্যাঞ্চেস্টার টেস্ট। প্রথম একাদশে একাধিক বদলের সম্ভাবনা। করুণ নায়ারকে বসানো হতে পারে। সাই সুদর্শনকে ফেরানো হতে পারে। ওয়াশিংটন সুন্দরকেও বসানো হতে পারে। চলতি সিরিজে প্রথমবার খেলতে পারেন কুলদীপ যাদব। আবার অভিমন্যু ঈশ্বরনের খেলার সুযোগও রয়েছে।
