আজকাল ওয়েবডেস্ক: খেলা চলাকালীন স্লো ওভার রেটের কারণে ১২ লক্ষ টাকা জরিমানা করা হল রাজস্থান রয়্যালসের স্ট্যান্ড-ইন অধিনায়ক রিয়ান পরাগকে। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাজস্থান রয়্যালস নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় এই জরিমানা দিতে হবে রাজস্থানের অধিনায়ককে। চলতি আইপিএলে সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে রাজস্থানের অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিয়ান পরাগ। 

 

গুয়াহাটিতে তাঁর ঘরের মাঠে এটাই ছিল প্রথম জয়। রিয়ান পরাগের নেতৃত্বে চেন্নাই সুপার কিংসকে ১৭৬ রানে আটকে রেখে রয়্যালস ৬ রানের ব্যবধানে ম্যাচ জিতেছে রবিবার। তবে স্লো ওভার রেটের কারণে তাঁকে জরিমানার সম্মুখীন হতে হয়েছে। আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি রাজস্থান রয়্যালসের এই মরশুমে প্রথম স্লো ওভার রেট সংক্রান্ত অপরাধ হওয়ায় আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারার অধীনে অধিনায়ক রিয়ান পরাগকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে’। 

 

দ্বিতীয় অধিনায়ক হিসেবে রিয়ান পরাগ চলতি মরশুমে স্লো ওভার রেটের জন্য জরিমানার শিকার হলেন। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডেয়াকেও একই কারণে জরিমানা করা হয়েছিল। তবে এবারের আইপিএলে স্লো ওভার রেটের শাস্তি শুধু জরিমানার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, আগামী শনিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামছে রাজস্থান রয়্যালস।