আজকাল ওয়েবডেস্ক: প্রথম ম্যাচ হারের পর বিতর্ক তৈরি হয়েছিল। মাঠে নেমেই ঋষভ পন্থের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। তা নিয়ে কম লেখা হয়নি। অনেকেই ভেবেছিলেন, পন্থের উপর হয়ত বিরক্তি দেখিয়ে ফেলেছেন সঞ্জীব। কিন্তু হায়দরাবাদকে হারাতেই একেবারে উল্টো ছবি এল প্রকাশ্যে। অধিনায়ক পন্থকে জড়িয়ে ধরলেন সঞ্জীব।
এটা ঘটনা, লখনউ প্রথম ম্যাচ হারের পর সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ পন্থের ছবি ভাইরাল হতেই অনেকেরই মনে পড়েছিল লোকেশ রাহুলের সঙ্গে লখনউ মালিকের কথোপকথনের সেই স্মৃতি। পন্থের সঙ্গে কী কথা হল সেই নিয়ে কৌতূহল তুঙ্গে ওঠে। যদিও পরে জানা যায়, হারের হতাশা থাকলেও দলের খেলার প্রশংসাই করেছিলেন গোয়েঙ্কা। তবে এবারের ভাইরাল হওয়া ছবি নিয়ে আর কোনও সংশয় রইল না। পন্থকে বুকে টেনে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন লখনউ ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
গত সোমবার দিল্লির কাছে হেরে গিয়েছিল লখনউ। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে এল জয়। তাও আবার প্রতিপক্ষের মাঠে। আর তারপরই গোয়েঙ্কা আনন্দে জড়িয়ে ধরেন পন্থকে।
বৃহস্পতিবার ১৯১ রান মাত্র ১৬.১ ওভারেই তুলে নেয় লখনউ। ওপেনে নেমে ঝড় তোলেন মার্শ (৫২)। তিনে নামা নিকোলাস পুরান ২৬ বলে ৭০ করে যান। তবে পন্থ (১৫) রান পাননি। আর বল হাতে চার উইকেট নেন শার্দূল।
