আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আফগানিস্তান ক্রিকেট দলে বড়সড় রদবদল। মেন্টর করে আনা হল প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার ইউনিস খানকে। প্রসঙ্গত, এবার পাকিস্তানে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আর ভারত খেলবে দুবাইয়ে হাইব্রিড মডেলে। তবে আফগানিস্তানের সব ম্যাচই হবে পাকিস্তানে। গ্রুপের অন্য দলগুলি হল দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ২১ ফেব্রুয়ারি রশিদ খানদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। খেলা হবে করাচিতে।
 
 আফগান ক্রিকেট বোর্ডের মুখপাত্র সৈয়দ নাসিম সাদাত বলেছেন, ‘অভিজ্ঞ প্রাক্তন পাক ক্রিকেটার ইউনিস খানকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মেন্টর হিসেবে নিযুক্ত করল আফগান ক্রিকেট বোর্ড। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।’ 
 
 অবশ্য এর আগে ২০২২ সালে আফগান ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন ইউনিস। অবসরের পর পাকিস্তান ছাড়াও বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে কোচিং করিয়েছেন ইউনিস।
 
 প্রসঙ্গত, টেস্টে ১০ হাজারের উপর রান আছে ইউনিসের। রয়েছে ৩৪ শতরান। আর একদিনের আন্তর্জাতিকে রয়েছে ৭,২৪৯ রান। রয়েছে সাত শতরান। 
